কালনা: সহ-শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার হাতে সহশিক্ষক হেনস্থার (Protest Beating Teacher) ঘটনায় সোচ্চার স্কুলের পড়ুয়ারা। ঘটনার প্রতিবাদে পথ অবরোধে বসে স্কুলের পড়ুয়ারা (Students Blocked Road)। শনিবার স্কুলের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। স্তব্ধ হয়ে গেল কালনা-বর্ধমান রোড। সৃষ্টি হয় বিশাল যানজটের। পরিস্থিতি সামাল দিতে শেষে মাঠে নামতে হল পুলিশকে। পড়ুয়াদের বুঝিয়ে শান্ত করে শেষে অবরোধ তোলে পুলিশ। স্বাবাবিক হয় সেখানকার পরিস্থিতি।
স্থানীয় সূত্রে খবর, গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করেন। তা নিয়ে স্কুলের সহ-শিক্ষক সুদর্শন নাথের সঙ্গে তার ঝামেলা হয়। কেন তিনি দেরি করে তুলেছেন এই প্রশ্ন করতেই, সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। কেন সুদর্শনবাবুকে হেনস্থা করা হয়েছিল সেই প্রশ্ন তুলতে থাকে পড়ুয়ারা। পড়ুয়াদের এই প্রশ্নে প্রধান শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায়। স্কুলের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। এলাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ পথ অবরোধের পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ ওঠে।
আরও পড়ুন: রানাঘাটে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার দীপক স্বর্ণকার
এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সর্বৈব মিথ্যা। তিনি বলছেন, সিসিটিভি চেক করলেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদিও স্কুলের পড়ুয়ায় বলছে, প্রধান শিক্ষিকা প্রায়শই দেরি করে আসেন। এটা নিয়ে প্রশ্ন করতেই আর এক শিক্ষকে তিনি হেনস্থা করেন। মারধর করেন।
অন্য খবর দেখুন