কলকাতা: কলকাতায় ফিরে কেন্দ্রীয় সরকারকেই মিথ্যেবাদী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার বিকেলে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, কেন্দ্র মিথ্যে কথা বলছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নীতি আয়োগের বৈঠকে (Niti Aayog Meeting) আমাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।
মমতা বলেন, বৈঠকের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, আমি পাঁচ-সাত মিনিট বলতে পারি। কিন্তু আমাকে সাত মিনিটও বলতে দেওয়া হয়নি। আমি রাজ্যগুলির প্রতি বঞ্চনার কথা বলতে চেয়েছিলাম সকলের হয়ে। বলতে দেওয়া হয়নি বলেই আমি নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে আসি। কলকাতায় পা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বৈঠক বয়কট করে বেশ করেছি।
আরও পড়ুন: নীতি আয়োগের ওয়াকআউট মমতার দুর্বল চিত্রনাট্য, বলছে কংগ্রেস, সিপিএম
বৈঠক থেকে ওয়াকআউট করার পর মমতা বলেন, আমাকে বলতে দেওয়া হয়নি। তাই বয়কট করেছি। আর কখনও নীতি আয়োগের বৈঠকে যাব না। তারপরই আসরে নামে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা হয়নি। উনি চাইলে আরও বলতে পারতেন। দয়া করে সত্যি কথাটা বলুন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ প্রেস ইনফরমেশন ব্যুরো লিখিত বিবৃতিতে দাবি করে, মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা হয়নি। তিনি নির্ধারিত সময়মতোই বলেছেন। তাঁর সময় যে শেষ হয়ে যাচ্ছে, সে কথাও জানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আইটি সেলের প্রধান অমিত মালব্যরা এক্স হ্যান্ডেলে মমতার তীব্র সমালোচনা করেন। তাঁরাও বলেন, এটা মুখ্যমন্ত্রীর দুর্বল চিত্র নাট্য।
দেখুন ভিডিও