skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্য়মিকের ফলাফল
WB HS result 2024

বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্য়মিকের ফলাফল

Follow Us :

কলকাতা: বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্য়মিকের ফলাফল। আগামীকার দুপুর ১টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই সাংবাদিক সম্মেলনে থাকবেন। এ বছর পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। আগামীকাল দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাঁদের রেজাল্ট দেখতে পারবেন।

কীভাবে দেখবেন ফলাফল?

১) পরীক্ষার্থীদের প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এর পর নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে।

৪) ভবিষ্যতের জন্য পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন।

নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও WBCHSE Results অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। এ বছর ফল ঘোষণা করা হলেও বুধবারই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular