Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024কাশী বিশ্বনাথের দর্শন সেরে এল কেকেআর

কাশী বিশ্বনাথের দর্শন সেরে এল কেকেআর

ঝড়বৃষ্টি, কলকাতায় বিমান নামতে না পারা, এ সবই কি বাবা বিশ্বনাথের লীলা?

Follow Us :

বারাণসী: সোমবার চার্টার্ড বিমানে কলকাতা (Kolkata) ফেরার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) টিমের। মুম্বই থেকে প্লেন রওনাও দিয়েছিল। কিন্তু শহরে সন্ধেবেলায় প্রবল ঝড়বৃষ্টির কারণে বিমান নামতেই পারেনি। শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) বিমান শেষ পর্যন্ত বারাণসীতে ল্যান্ড করে। ঝড়বৃষ্টি, কলকাতায় বিমান নামতে না পারা, এ সবই কি বাবা বিশ্বনাথের লীলা? কারণ সোমবার সকালে কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) দর্শনে চলে যান নাইটরা, যার আগাম কোনও পরিকল্পনাই ছিল না।

বিস্ময়ের ব্যাপার হল, কেকেআরের বিমান কলকাতায় নামার চেষ্টা করেছিল দু’ বার কিন্তু দু’বারই ব্যর্থ হয়েছে। প্রথমবার ঝড়বৃষ্টির জেরে গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) বিমান গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। বেশি রাতের দিকে সেখান থেকে ফের নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তখনও দুর্যোগ কাটেনি ফলে বিমান নিয়ে যাওয়া হয় তেত্রিশ কোটি দেবদবীর শহরে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী এমবাপে

বারাণসী গেলে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করা অবশ্য পালনীয় কর্তব্য। মণীশ পাণ্ডে, চেতন সাকারিয়া, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, রায়ান টেন ডসকাটেরা মন্দির দর্শন করলেন, কপালে গেরুয়া তিলক কাটলেন, গঙ্গাবক্ষে নৌকাবিহারও করলেন। সোশ্যাল মিডিয়ায় ভ্রমণের ছবি পোস্ট করেছেন তাঁরা।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার কলকাতায় ফিরবে নাইট শিবির। তাদের ভাগ্য ভালো, পরের ম্যাচ সেই ১১ মে। লখনউ ম্যাচের পর দু’-তিন দিনের ব্যবধানে ম্যাচ থাকলে বড় সমস্যা হত। প্রসঙ্গত, দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা আর একটা ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। লক্ষ্য প্রথম দুইয়ে থেকে লিগ শেষ করা। একযুগ পর ট্রফি জয়ের জন্য বাবা বিশ্বনাথের আশীর্বাদ তো চাই।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular