জ্যোতিষশাস্ত্র: শাস্ত্র মতে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর বার। এইদিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে সংসারে সুখ-শান্তি আসে। মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়। হিন্দুশাস্ত্র (Hinduism) মতে শুধু বৃহস্পতিবারই নয়, শুক্রবারেও বাড়িতে লক্ষ্মীর আরাধনা বাড়িতে করার নিয়ম রয়েছে। লক্ষ্মীকে তুষ্ট করতে এদিন ঘরে বিশেষ কিছু জিনিস আনায় নিষেধাজ্ঞা আছে (Astrology Tricks)। আসুন জেনে নিই সেগুলি সম্পর্কে –
- শুক্রবারে ভুলেও পুজোর কোনও সামগ্রী কিনবেন না, এতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন।
- রান্নাঘরের জিনিসপত্র কেনা উচিত নয়। তাতে জীবনের নানা সমস্যা ও ঝামেলা আসতে পারে।
- শুক্রবারে ভুল করেও কাউকে মিষ্টিজাতীয় খাবার দেবেন না। তাতে আপনার শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়তে পারে।
- এদিনে কারওর সঙ্গে টাকা-আদান প্রদান করা উচিত নয়।
- জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার ভুল করেও কোনও সম্পত্তির লেনদেন থেকে বিরত থাকার চেষ্টা করুন, নাহলে পরিবারকে পরিণতি ভোগ করতে হতে পারে।
- ছিঁড়ে যাওয়া বা নোংরা পোশাক পরলে রাহুর অশুভ প্রভাব পড়ে। তাই শুক্রবারে পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন।
আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একাধিক বই ও তথ্যের উপর ভিত্তি করে তৈরি। কলকাতা টিভি ডিজিটাল কোনও রকমের কু-সংস্কারে বিশ্বাস করেনা কিংবা কোনও ব্যক্তির ভাবাবেগে আঘাত আনতে চায়না। উপরিউল্লিখিত বিভিন্ন প্রয়োগের ভালো-মন্দ কোনও প্রভাবের জন্য কলকাতা টিভি ডিজিটাল টিম দায়বদ্ধ নয়। কোনও তথ্য বিশ্বাস বা প্রয়োগের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও খবর দেখুন