skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollআনোয়ারুল আজিমের হত্যা দুই দেশের বিষয় নয়, জানাল বাংলাদেশ 
Anwarul Azim

আনোয়ারুল আজিমের হত্যা দুই দেশের বিষয় নয়, জানাল বাংলাদেশ 

হত্যাকাণ্ডের মাথা কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী

Follow Us :

ঢাকা: বাংলাদেশের বিদেশমন্ত্রী এবং আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংসদ আনোয়ারুল আজিমের (Anwarul Azim) হত্যাকাণ্ড দুই দেশের কোনও বিষয় নয়। এটি অত্যন্ত মর্মান্তিক, দু:খজনক ও অনভিপ্রেত ঘটনা। কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রী জানান, কলকাতার যে ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে দেহ পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল মাথা কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

মন্ত্রী বলেন, আমরা আমাদের উপ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর রাখছি। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তের অধীন। তাই এর বেশি কিছু বলা উচিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে আরও যোগাযোগ রাখছে।বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকরা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এই কথা বলেন।

আরও পড়ুন: বিবাহিত দিদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ভাই

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular