skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollআরামবাগে তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Lok Sabha Election 2024

আরামবাগে তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগের তির বিজেপির দিকে

Follow Us :

আরামবাগ: ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসা অব্যাহত। আরামবাগের মলয়পুরের পর এবার খানাকুলের  বালিপুর ও আরামবাগের আরান্ডিতে আক্রান্ত তৃণমূল। মারধর, হুমকি দেওয়ার পাশাপাশি ফের আক্রমণ করাও হবে বলে হুঁশিয়ারি আক্রমনকারীদের। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ইতিমধ্যে আহতদের আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এক পোলিং এজেন্টের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথা ফেটে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ এলাকায় টহল শুরু করেছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে আক্রান্ত হয় তৃণমূল। মারাত্মকভাবে তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের মতে,

বালিপুরের আক্রান্ত তৃণমূলের কর্মী গৌতম দে তাঁর মেয়ের ওষুধ আনতে যাচ্ছিলেন। তখনই বিজেপির লোকজন তাঁকে টেনে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ।

অপর দিকে আরান্ডির বাসিন্দা অষ্টা সাঁতরাকেও ধারাল অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে বলে দাবি তৃণমূলের। তাঁরও মাথা ফেটে যায়। তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular