skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollবিবাহিত দিদিকে কুপিয়ে খুন করল ভাই
Paschim Medinipur Incident

বিবাহিত দিদিকে কুপিয়ে খুন করল ভাই

অভিযুক্ত ভাই ও বাবাকে আটক করল পুলিশ

Follow Us :

পশ্চিম মেদিনীপুর: বিবাহিত দিদিকে কুপিয়ে খুন করল ভাই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর থানার (Daspur PS) কল্যাণপুর গ্রামে। অভিযুক্তের নাম লক্ষীকান্ত বধুক (২২ বছর)। বুধবার দুপুরে দিদি কৃষ্ণা টিভি দেখার সময় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দিদি কৃষ্ণার।

কৃষ্ণার বিয়ে হয়েছিল দাসপুরের মহিষঘাটা এলাকায়। কয়েকদিন হল বাপের বাড়ি কল্যাণপুর গ্রামে এসেছিলেন তিনি। কিন্তু কী কারণে বাপের বাড়িতে এসে ভাইয়ের হাতে খুন হতে হল তা ভেবে স্তম্ভিত এলাকার মানুষজন। এলাকার বাসিন্দারা অভিযুক্ত যুবককে বাড়ির মধ্যে আটকে রেখে খবর দেয় পুলিশে। দাসপুর থানার পুলিশ বাড়ি থেকে মৃত কৃষ্ণার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত ভাই লক্ষীকান্ত বধুক ও তার বাবা সুকুমার বধুককে পুলিশ আটক করে নিয়ে যায় দাসপুর থানায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন খারিজ বিশেষ সিবিআই আদালতে

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular