skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollজ্যোতিপ্রিয়র জামিনের আবেদন খারিজ বিশেষ সিবিআই আদালতে
Jyotipriya Mallick

জ্যোতিপ্রিয়র জামিনের আবেদন খারিজ বিশেষ সিবিআই আদালতে

মামলার আবেদনের গ্রহণযোগ্যতা নেই, আদালতে দাবি ইডির

Follow Us :

কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিকের (Jyotipriya Mallick) জামিনের (Bail) আবেদন খারিজ করে দিল বিশেষ সিবিআই আদালত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রীর তরফে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন, মামলার আবেদনের বিষয়বস্তুর গ্রহণযোগ্যতা থাকা উচিত।

রেশন দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত বালুর জামিনের আবেদন এর আগেও আদালত খারিজ করেছিল। তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি ওই আবেদন খারিজ হয়। গত বছরের অক্টোবর মাসে ইডি তাঁকে গ্রেফতার করে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি জামিনের আবেদন করেন। প্রথমে বালু দাবি করেন, রেশন দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এবার প্রাক্তন মন্ত্রীর আর্জি, তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত। তাঁর ওজন ক্রমশ কমছে। অন্তত একমাসের জন্য তাঁকে জামিন দেওয়া হোক।

আরও পড়ুন: উত্তর কলকাতায় মঙ্গলবার মোদির রোড শো

প্রসঙ্গত, আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের ১৯ এবং ৪৫ ধারা ইডি সঠিকভাবে অনুসরণ না করলে অভিযুক্ত জামিন পেতে পারেন। কিন্তু বালুর জামিনের আবেদনে এই দুই ধারা নিয়ে কোনও সওয়াল-জবাব হয়নি। এদিন ইডির আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাক্তন মন্ত্রীর চিকিতসার ব্যাপারে জেল কর্তৃপক্ষ বিশেষ নজর দিচ্ছে। প্রয়োজনে তাঁকে এসএসকেএম হাসপাতালে রেখেও চিকিতসা করা হয়েছে। এখন তাঁর শরীরের যা অবস্থা, তাতে জেল হাসপাতালেই চিকিতসা হতে পারে। গত ১৮ মে শুনানি শেষ হয়। বুধবার আদালত রায়ে বালুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular