চেন্নাই: ২২ মার্চ যে ১০ দলীয় যুদ্ধের শুরু হয়েছিল, তার অবসান ঘটবে আজ, ২৬ মে। শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে যুযুধান দুই প্রতিপক্ষ— কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শেষ পর্যন্ত লিগ পর্যায়ে সেরা দুই দলই ফাইনালে খেলছে। এই মরসুমে সানরাইজারদের দু’বারই হারিয়ে দিয়েছে কেকেআর, কিন্তু ফাইনাল সম্পূর্ণ আলাদা বিষয়। এ ম্যাচের চাপই আলাদা।
২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা, ২০১৬ হায়দরাবাদ। কাজেই ফাইনাল জেতার টেম্পারামেন্ট দুই দলের মধ্যেই আছে। ফলে লড়াইটা সমানে সমানে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথম এগারোয় বদল পছন্দ করেন না। ফলে কোয়ালিফায়ার ওয়ানের টিমই খেলবে বলে আশা। তারপর পরিস্থিতি বুঝে ইমপ্যাক্ট সাবস্টিটিউট নামানো হবে।
আরও পড়ুন: জাতীয় দলে কেন নিয়মিত না সঞ্জু, বলে দিলেন সানি
আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে দুরন্ত বোলিং করে নায়কের আসনে বসেছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। দুরন্ত সুইংয়ে ট্রাভিস হেডের (Travis Head) স্টাম্প ছিটকে দিয়েছিলেন। আজ হেডের বিরুদ্ধে স্টার্ক ফের নাইটদের বড় অস্ত্র। ফিল সল্টের (Phil Salt) শূন্যস্থান পূরণ করা রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) আগের দিন ঝলক দেখিয়েছিলেন। কেকেআর সমর্থকদের আশা, এবার ট্রেলার নয়, পুরো মুভি দেখাবেন তিনি।
কোয়ালিফায়ার ওয়ানে ইমপ্যাক্ট প্লেয়ার নিতেই হয়নি কেকেআরকে। চেন্নাইয়ের উইকেট যদি স্পিন সহায়ক হয় সেক্ষেত্রে সুযশ শর্মাকে খেলানো হতে পারে। আবার যদি ব্যাটিং বিপর্যয় ঘটে, মণীশ পাণ্ডে এবং নীতীশ রানা তো আছেনই। প্রাথমিক প্রথম এগারোয় কোনও বদল হবে না। জিততে পারলে এরাই অমর একাদশ হয়ে থাকবে।
Two Captains. One Trophy 🏆
..And an eventful Chennai evening 🛺🏖️
All eyes on the #Final 😎#TATAIPL | #KKRvSRH | #TheFinalCall pic.twitter.com/5i0nfuWTGN
— IndianPremierLeague (@IPL) May 25, 2024
ফাইনালে কলকাতার সম্ভাব্য একাদশ:
সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা, নীতীশ রানা, মণীশ পাণ্ডে।
দেখুন অন্য খবর: