কলকাতা: ষষ্ঠ দফায় ভোট (6 Phres Loksabha Election) হয়ে যাওয়া ৩৩ আসনের মধ্যে ২৮টিই পেয়ে গিয়েছে তৃণমূল। এমনটাই দাবি করলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour Loksabha) বিদায়ী সাংসদ এবং এবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee)। মঙ্গলবার অভিষেক সভা করেন বিষ্ণুপুরে। বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, আমরা গণতান্ত্রিক ভাবে জবাব দিতে জানি। ছ’দফায় ভোট বাংলায় হয়ে গিয়েছে। বিজেপির মাথা, মেরুদণ্ড ভেঙে দিয়ে এসেছি। ১ তারিখ শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মাটিতে আপনারা পুঁতবেন।
এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে সভা ছিল অভিষেকের। সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। তাঁর দাবি, ৪ জুন কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই। কারও ক্ষমতা নেই আটকানোর। ৪ জুনের পর ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। তখন দেশের সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। দেশের ৫৫ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেব। অভিষেকের দাবি, ইন্ডিয়া ক্ষমতায় এলেই তাদের প্রথম কাজ হবে, মোদি সরকার বাংলার মানুষের হকের যে টাকা আটকে রেখেছে, সেই টাকা মানুষের হাতে তুলে দেওয়া।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক রোড শো-ও করেন। পরে নির্বাচনী সভায় তিনি বলেন, ৩১ মে এবং ১ জুন রাজ্যে আয়কর হানা হবে। আয়কর দফতরকে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। আসলে বিজেপি বুঝে গিয়েছে, তাদের খেলা শেষ। তাই শেষ কামড় দেবে ওরা। তাতে অবশ্য আমাদের দমিয়ে রাখা যাবে না।
আরও পড়ুন: উত্তর কলকাতায় মোদির রোড শোয়ে নজরকাড়া ভিড়
বাংলায় আসার আগে মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী দাবি করেন, বাংলায় এবার বিজেপি দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করবে। তৃণমূল তাদের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নেমেছে। বিজেপি বাংলায় সর্বাধিক সাফল্য পাবে।
অন্য খবর দেখুন
