জয়জ্যোতি ঘোষ, চেন্নাই
দৃশ্য ১
ঘড়ির কাটায় ৩ টে বেজে ৩৫ মিনিট। চেন্নাইয়ের আকাশ যথেষ্ট মেঘলা। সবার প্রথমে পিচ পর্যবেক্ষণে হাজির সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অধিনায়ক প্যাট কমিন্স (Pat Cummins)। এসে যেটা করলেন সেটা দেখলে মনে পড়বে ২০২৩ সালের ১৮ নভেম্বর দুপুরের কথা। উইকেট দেখলেন, আর দেখে পরিষ্কার বুঝলেন কোয়ালিফায়ার ২ এর উইকেট থেকে ফাইনালের উইকেট একেবারে আলাদা। কোয়ালিফায়ার ২ এর উইকেট ছিল কালো মাটির। ফাইনাল হবে লাল মাটির উইকেটে। এরপর পকেট থেকে মোবাইল বের করে উইকেটের ছবি নিলেন। ঠিক একই জিনিস আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও করেছিলেন বিশ্বকাপ ফাইনালের আগের দিন দুপুরে। কী জন্য এটা তিনি করেন তিনিই বলতে পারবেন। তবে মেগা ফাইনালের আগে ক্যাপটেন কমিন্স যে অবশ্যই একটা ‘ফ্যাক্টর’ বলা বাহুল্য!
দৃশ্য ২
আইপিএল ফাইনালের (IPL Final 2024) আগে দুই ক্যাপটেনকে একসঙ্গে বসিয়ে সাংবাদিক সম্মেলন চলছে। হঠাৎ করেই বিস্ফোরক কেকেআর (Kolkata Knight Riders) ক্যাপ্টেন! বললেন, ‘২০২৩ বিশ্বকাপের পরের সময়টা চ্যালেঞ্জিং ছিল। শর্ট ফরম্যাট থেকে লং ফরম্যাটে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। তাছাড়া আমার শরীরও সায় দিচ্ছিল না। যদিও এটা অনেকে বিশ্বাস করতে চাননি।’ কাকে নিশানা করলেন শ্রেয়স? আইপিএল ফাইনালের আগের দিনের সাংবাদিক সম্মেলনকেই বেছে নিতে হল মঞ্চ হিসেবে। পুরো সাংবাদিক সম্মেলনে এটাই ছিল চমক! বাকি প্রেস কনফারেন্স প্রায় পোশাকি। কোন প্রশ্নের কী উত্তর হবে আপনিও আন্দাজ করতে পারবেন।
দৃশ্য ৩
চিপকে পড়ন্ত বিকেলে হাজির ২০১২ আইপিএল জয়ের অন্যতম নায়ক মনবিন্দর সিং বিসলা। চেন্নাইতে চেন্নাইকে হারানোর অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। বিসলার আরেক পরিচয় তিনি অন্ধ শাহরুখ ভক্ত। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ‘বাজিগর’ দেখেছিলেন। একবার নয়, বারবার। চিপকের সবুজ গালিচায় দাঁড়িয়ে স্মৃতি রোমান্থন করলেন ২০১২ আইপিএল ফাইনালের মায়াবি রাতের। ‘আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ওই স্ট্যান্ড (হাত দিয়ে দেখিয়ে) থেকে লাফ দিতে চেয়েছিলেন বাদশা। রবিবার রাতেও এমন মুহূর্ত আসুক চাইব-‘ বললেন বিসলা।
দৃশ্য ৪
স্টেডিয়ামে ৮ নম্বর গেটের উল্টোদিকে একঝাঁক হলুদ পোশাক। জার্সি নম্বর 7। তাঁরা ভাবতেও পারেননি ফাইনালের রাতে তাঁদের প্রিয় নায়ক মাহি এবং প্রিয় দল সিএসকে কে দেখতে পাবেন না এম এ চিদম্বরম স্টেডিয়ামে। সাংবাদিক দেখে জানতে চাইলেন, ‘মাহি ভাই আরেকটা আইপিএল খেলবেন তো?’ এর উত্তর তো সাক্ষী সিং ধোনিরও অজানা!! সাংবাদিক তো দূর অস্ত….
দৃশ্য ৫
ভীষণ টেনশনে সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারন। ম্যাচের আগের দিন কাটালেন একেবারে নিজের মতো করে। একটি প্রোমোশনাল প্রোগ্রামে যাওয়া বাতিলও করে দেন। আইপিএল এর নিলাম টেবিল হোক কিংবা স্টেডিয়ামের হসপিটালিটি বক্স- লাইমলাইট কুড়োতে সিদ্ধহস্ত সুন্দরী কাব্যা। ম্যাচে হার-জিতে ভীষণ আবেগপ্রবণও তিনি! এই চেন্নাই শহর ভীষণ আপন তাঁর কাছে। ২০১২ সালে এই শহরের স্টেলা মেরিস কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। তিনি আশাবাদী চেন্নাই খালি হাতে ফেরাবে না তাঁকে। সুপার সানডে-তে ইমেজিন ড্রাগনস পপ ব্যান্ড-বলিউড বাদশা শাহরুখের পাশাপাশি সুন্দরী কাব্যাও যে হসপিটালিটি বক্সে আগুন জ্বালাবেন বলার অপেক্ষা রাখে না!
দেখুন আরও খবর