মেদিনীপুর: জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের দুই প্রার্থী। ভোটগ্রহণ মিটতেই দলীয় কর্মীদের সঙ্গে আবির খেললেন দেব (Trinamool candidate Dev)। পাশাপাশি জয়ের আগে আগাম মিষ্টি মুখ জুন মালিয়ার (TMC Candidate June Malia)। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টের হাত থেকে খেলেন মিষ্টি তৃণমূল প্রার্থী। দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন (6 Phres Loksabha Election)। ভোট গ্রহণের হারে সারা দেশের মধ্যে এগিয়ে বাংলা। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮ শতাংশ।
তাঁর তারকা হয়ে ওঠাটা ছিল ডেস্টিনি। আর রাজনীতিতে আসা ছিল অ্যাক্সিডেন্ট। দেব নিজেই সে কথা বার বার বলেছেন। রাজনীতি আসারপর তিনি বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঘাটালের বন্যায় হাঁটুজলে নেমে, নৌকো চেপে আর্তের সেবা করতে যেমন তাঁকে দেখা গিয়েছে। সংসদেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখতে শোনা গিয়েছিল। ব্যক্তিগত আক্রমণ- কখনও প্রতিপক্ষের বিরুদ্ধে কুকথা ছুড়ে দেননি। অথচ এই লোকসভা নির্বাচনের আগে তিনি রাজনীতি ছাড়ার কথা নিজেই ঘোষণা করেছিলেন। তারপর মমতার সঙ্গে বৈঠকের পর প্রার্থী হতে রাজি হন। ভোটের প্রচারে সারা রাজ্যে দৌড়ে বেরিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। শনিবার ষষ্ঠ দফায় দলীয় কর্মীদের বাইকে চেপে বুথ পরিদর্শনে যান। নির্বাচন শেষ লগ্নে পশ্চিম মেদিনীপুরের পিংলায় আবির খেলায় মাতলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী।
আরও পড়ুন: ভোট নিয়ে এক হাজার অভিযোগ নির্বাচন কমিশনে
ভোটগ্রহণ পর্ব মিটতে। তার আগেই সবুজ আবির মেখে দেবকে ঘিরে উল্লাস তৃণমূলের কর্মী-সমর্থকদের। দেব আসছেন শুনে, এলাকায় আগে থেকেই সবুজ আবির, ফুলের মালা নিয়ে তৈরি ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দেব গাড়ি থেকে নামতেই তাঁর গলায় পরিয়ে দেন কর্মীরা। সবুজ আবিরের তিলক। তিনি বলেন, মানুষের ভালোবাসা পেয়েছি বলে আশা করি।
অন্য খবর দেখুন
