skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollপ্লিজ মিস্টার গম্ভীর, দয়া করে আপনি কেকেআর ছাড়বেন না
Goutam Gambhir

প্লিজ মিস্টার গম্ভীর, দয়া করে আপনি কেকেআর ছাড়বেন না

জাদুকাঠির ছোঁয়ায় ১০ বছরে পর ট্রফি এনে দিলেন দলকে

Follow Us :

 চেন্নাই, কৃশানু ঘোষ: গৌতম গম্ভীর (Goutam Gambhir), এবার আপনি কী করবেন? ভারতীয় দলের কোচ হবেন? ফের রাজনীতিতে যোগ দেবেন? নাকি কলকাতা নাইট রাইডার্সের(Kolkata Knight Riders) মেন্টর হিসেবে থেকে যাবেন? যে কোনও কিছু হতে পারে। কিন্তু এতে কোনও সন্দেহ নেই, আপনার কাছে অদৃশ্য জাদুকাঠি আছে৷ সেই জাদুকাঠির ছোঁয়ায় শেষ ১০ বছরে ধুঁকতে থাকা একটা দলকে ট্রফি এনে দিলেন।

কেকেআরের শিবিরের প্রথম দিন আপনি একটা কথা সাফ জানিয়েছিলেন। এই দলটা দুইবারের চ্যাম্পিয়ন, মাঠে সেইভাবেই আচরণ করতে হবে। এই একটা কথা সত্যিই জাদু করল। হর্ষিত রানা, বৈভব অরোরার মতো অনামীরা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেন। কোথাকার কোন রামনদীপ সিং দরকারের সময় খেলে দিলেন, টুর্নামেন্টের সেরা ক্যাচ নিলেন।

আরও পড়ুন: হায়দরাবাদ চূর্ণ, একপেশে ম্যাচে চ্যাম্পিয়ন আইপিএল কলকাতা

প্লিজ মিস্টার গম্ভীর, দয়া করে আপনি কেকেআর ছাড়বেন না। তিন নম্বর ট্রফি জিতিয়ে আপনার কাজ শেষ হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। সেই রেকর্ড ছুঁতে হবে তো, টপকাতে হবে। অন্তত আরও তিনটে মরসুম বছরের তিনটে মাস কলকাতাই হোক আপনার ঠিকানা।

সুনীল নারিনকে আপনিই এনেছিলেন। কারণ ভারতের হয়ে তাঁর বিরুদ্ধে খেলতে গিয়ে চাপে পড়েছিলেন। সেই নারিন এ মরসুমের সেরা খেলোয়াড়। দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট কী পর্যায়ের তা আজ ম্যাচ শেষের পর দেখা গেল। আপনাকে কোলে তুললেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার, আপনিও তাঁকে কোলে তুলে নিলেন।

দলের মালিক শাহরুখ খান আপনাকে জড়িয়ে ধরলেন। আপনার জন্য নাকি ১০ বছরের চুক্তির জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন বাদশা। আপনি কী করবেন, আপনিই জানেন, তবু অনুরোধ কলকাতা নাইট রাইডার্স ছাড়বেন না।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular