Placeholder canvas
Homeগ্যালারি নিউজজন্মদিনে বিগ-বির সঙ্গে জলসার বাইরে ঐশ্বর্য-আরাধ্যা- নভ্যা

জন্মদিনে বিগ-বির সঙ্গে জলসার বাইরে ঐশ্বর্য-আরাধ্যা- নভ্যা

Follow Us :

মুম্বই: বলিউডের শাহেনশার ৮১ তে জন্মদিনে (Birthday)সুপারস্টারের অনুরাগীরা তাকে এক ঝলক দেখার জন্য মুম্বইয়ের জুহুতে তার বাড়ির বাইরে জড়ো হয়। বলিউড মেগাস্টারও তাদের সবাইকে অবাক করে দিয়েছিলেন যখন তিনি তার ভক্তদের শুভেচ্ছা জানাতে প্রায় এক মিনিটের জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাদের ধন্যবাদ জানিয়েছেন বিগ বি। সকলকে উদ্দেশ্য করে হাত নাড়েন। হাত জোড় করেন ধন্যবাদও জানান এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, বিগ বি যখন বাইরে এসে সবার সঙ্গে দেখা করলেন তখন জলসার অন্দর থেকে বেরিয়ে এসেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, নাতনি আরাধ্যা ও মেয়ের ঘরের নাতনি নভ্যা নভেলি নন্দাও। তাঁরাও নিজেদের মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলেন এই বিশেষ মুহূর্ত। এর আগে অমিতাভকে বলতে শোনা গিয়েছিল, বাড়ির বাইরে এভাবে ভক্তদের দেখা করতে আসা তাঁর কাছে মন্দিরে যাওয়ার সমান।বলিউডের শাহেনশা খালি পায়েই ভক্তদের অভিবাদন গ্রহণ করেন।

৮১ তে পা দিলেন বিগ বি। মুম্বইয়ের জলসার সামনে মধ্যরাত থেকে ভিড় জমিয়েছে ভক্ত। জন্মদিনের রাতেই ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মাথায় নীল টুপি এবং গোলাপী-নীল রঙের হুডি আর ট্র্যাক প্যান্ট পরে এদিন হাসতে হাসতে ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি। জলসার গেটের বাইরে হাসি মুখে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন বিগ-বি।

আরও পড়ুন: আমার মন রঙিন, আমি বাগানের মালি: ঋতব্রত

প্রায় ৫৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। এই দীর্ঘসময় ধরে দেশবাসীকে বিনোদন দিয়ে এসেছেন।পাঁচ দশকের কেরিয়ারে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন। আবার একাধিক বার সমালোচনায়ও জড়িয়েছে তাঁর নাম। অমিতাভের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী জীনত আমন, পরভিন ববি থেকে স্মিতা পাটিলের মতো বলি তারকাদের নাম জড়িয়েছে। অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক বেশ চর্চায় ছিল। ১৯৭৩ সালে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে বিয়ে করেন অমিতাভ। বিয়ের তিন বছর পার করতে না করতেই রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ। রেখার সঙ্গে পর্দায় অমিতাভকে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখে কেঁদে ফেলেছিলেন জয়া। এই ঘটনার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন রেখা।

আরও অন্য খবর দেখুন

Calcutta High Court | অনুমতি না থাকলে কী করে পুজো হচ্ছে? নতুন দুর্গা পুজো মামলায় প্রশ্ন হাইকোর্টের

RELATED ARTICLES

Most Popular

Recent Comments