skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollরকেট ছোড়ো তারায়, পরস্পরের দিকে নয়: ইলন মাস্ক  
Elon Musk

রকেট ছোড়ো তারায়, পরস্পরের দিকে নয়: ইলন মাস্ক  

বৃহস্পতিবার ইরানে হামলা চালায় ইজরায়েল

Follow Us :

কলকাতা: ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) দ্বন্দ্ব। দুই তরফেই শুরু হয়ে গিয়েছে ক্ষেপণাস্ত্র হানা। মানুষের প্রাণের তোয়াক্কা না করে ধ্বংসলীলা ঘটাতে উড়ছে রকেট। একই অবস্থা রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine), ইজরায়েল-হামাস দ্বন্দ্বেও। এই পরিস্থিতিতে অনবদ্য ভাষায় শান্তির বার্তা দিলেন ইলন মাস্ক (Elon Musk)। স্পেস এক্স (Space X) সংস্থার মালিক বললেন, “আমাদের একে অপরের দিকে রকেট ছোড়া উচিত না, বরং ছোড়া উচিত তারাদের দিকে।”

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত মরুশহর দুবাই, জলমগ্ন বিমানবন্দর, শপিংমল

মহাকাশ বিজ্ঞান নিয়ে অত্যুৎসাহী মাস্ক তাঁর নিজের মতো করেই বার্তা দিয়েছেন। প্রাণহানি উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করার পরিবর্তে গবেষণার জন্য রকেট উৎক্ষেপণ করা হোক। তাতে শান্তি বজায় থাকবে, আবার বিজ্ঞান সাধনায় অগ্রগতি আসবে। এই বার্তা দিতে গিয়ে একটি মহাকাশ বিজ্ঞানের রকেটের ছবিও দিয়েছেন মাস্ক।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইরানে রকেট হামলা চালায় ইজরায়েল। ইরানীয় সংবাদমাধ্যমের দাবি, তাদের সেনাবাহিনী ইজরায়েলি ড্রোন ধ্বংস করেছে। কিছুদিন আগে ইজরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তার জবাব দিতেই হানা দিল ইজরায়েল।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular