Saturday, July 5, 2025
Homeবিনোদনভোট দিতে গিয়ে নাজেহাল অবস্থা KGF স্টার যশের
Yash

ভোট দিতে গিয়ে নাজেহাল অবস্থা KGF স্টার যশের

ভোট দিতে গিয়ে বুথে ভিড়ের মুখে পড়তে হয় দক্ষিণী তারকাকে

Follow Us :

বেঙ্গালুরু: আজ শুক্রবার, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১৩টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে ৷ কেরলের ২০টি আসনেই দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে আজ। পাশাপাশি কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি, মধ্যপ্রদেশের ৭টি, অসম ও বিহারের ৫টি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে আসন এবং জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায় একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৫০)

গণতন্ত্রের উৎসবে ( Lok Sabha Election 2024) শামিল হয়েছেন আমজনতা থেকে তারকারা। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে ভোট দেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। কিচ্চা সুদীপকেও ভোট দিতে দেখা যায়। বেঙ্গালুরুর হোসকেরেহাল্লি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন KGF স্টার যশ (Yash)। ভোট দিতে গিয়ে বুথে ভিড়ের মুখে পড়তে হয় দক্ষিণী তারকাকে।

আরও পড়ুন: বুথ থেকে বেরিয়েই ফের মোদিকে নিশানা প্রকাশের!

প্রিয় তারকাকে দেখতে পেয়ে অটোগ্রাফ, সেলফির আবদার করেন অনুরাগীরা। দক্ষিণী সুপারস্টার যশকে দেখতে বুথের প্রবেশপথে ধাক্কাধাক্কি পড়ে যায়। হুড়মুড়িয়ে যশকে ঘিরে ধরেন অনুরাগীরা। এদিন গোলাপি শার্ট, মাথায় কালো ফেট্টি, চোখে রোদচশমা পরে দেখা গেল যশকে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39