কলকাতা: গুগল এবং ইউটিউবে ১০০ কোটি টাকার বেশি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। দেশে এই প্রথম কোনও রাজনৈতিক দল এত টাকার রাজনৈতিক বিজ্ঞাপন দিল। গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টে ২০১৮ সালের মে মাস থেকে এখনও বিজ্ঞাপন প্রকাশ করেছে গুগল। তাতে দেখা গিয়েছে, কংগ্রেস, ডিএমকে, রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আই-প্যাকও এই বিজ্ঞাপন দিয়েছে। তার থেকে বেশি টাকার বিজ্ঞাপন দিয়েছে একা বিজেপি। ১০১ কোটি টাকারও বেশি।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মে থেকে ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত গুগলে রাজনৈতিক বিজ্ঞাপনের ২৬ শতাংশই খরচ করেছে বিজেপি। এই ৬ বছরে দেশের রাজনৈতিক দলগুলি মোট ৩৯০ কোটি টাকা খরচ করেছে। গুগলের ক্ষেত্রে রাজনৈতিক বিজ্ঞাপন বলতে শুধু রাজনৈতিক দলের বিজ্ঞাপন নয়। এর মধ্যে সংবাদমাধ্যম, সরকারের প্রচার বিভাগ, এমনকি রাজনীতিক, অভিনেতাদের দেওয়া বিজ্ঞাপনও।
আরও পড়ুন: সন্দেশখালিতে বিস্ফোরকের সন্ধানে রোবট দিয়ে তল্লাশি এনএসজির
রিপোর্ট অনুযায়ী,৬ বছরে মোট ২ লক্ষ ১৭ হাজার ৯৯২টি রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক লক্ষ ৬১ হাজার বিজ্ঞাপন দিয়েছে বিজেপির। এরপরই রয়েছে কংগ্রেস। ৬ বছরে ৪৫ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে তারা। এই সময়ে মোট ৫,৯৯২টি বিজ্ঞাপন দিয়েছে তারা। আইপ্যাক তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের উদ্দেশে গুগলে ৪.৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে