মালদহ: ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় মুড়ি-মুড়কির মতো বোমা মারে দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল উত্তর মালদার রতুয়া-১ নম্বর ব্লকের চাঁদমণি ২ নম্বর অঞ্চলের বাটনা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিকে বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটগ্রহণের দিন প্রকাশ্যে দাদাগিরি করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। হুমকি, ভয়ভীতি, শাসানি দিয়ে বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদহের চাঁচল বিধানসভার মতিহারপুর অঞ্চলের ধুমসাডাঙি ২২১ নম্বর বুথ এলাকায়।
আরও পড়ুন: বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেন তৃণমূল ছাত্র পরিষদের অভিযুক্ত নেতা বাবু সরকার। তিনি বলেন, বিজেপির কর্মীরা ক্যাম্প অফিস বানিয়ে বোমা বানাচ্ছিল। তাই ওদের তুলে দেওয়া হয়েছে।