রাশিফল: আজ ৬ মে ২০২৪ সোমবার, পঞ্জিকা মতে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি। আজ হল মাসিক শিবরাত্রি, অর্থাত্ বৈশাখ মাসের শিবরাত্রি পালিত হবে আজ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আজ শিবরাত্রিতে প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের সৃষ্টি হবে। পাশাপাশি থাকবে রেবতী ও পরে অশ্বিনী নক্ষত্রের প্রভাব। এর ফলে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ রাশির জাতকের (Monday Horoscope)-
মিথুন রাশি: বিশেষ জ্ঞানী মানুষের সঙ্গ পেয়ে আজ ধন্য হবেন মিথুন রাশির জাতকরা। অফিসে সিনিয়রদের প্রশংসা পেতে পারেন। আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ আছে।
কর্কট রাশি: মাসিক শিবরাত্রিতে প্রীতি যোগের প্রভাবে আচমকা অর্থলাভের যোগ আছে। ব্যবসায় সন্তোষজনক উন্নতি করবেন কর্কট রাশির জাতকরা। চাকরিতে নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন।
আরও পড়ুন: কালো তিলেই ফিরবে জীবনের আলো! জেনে নিন
তুলা রাশি: আয়ুষ্মান যোগের শুভ প্রভাবে আজ উন্নতির নানান সুযোগ আসবে। নতুন জমি বা বাড়ি কেনার পথে আর কোনও বাধা থাকবে না। ব্যবসায় বিশেষ উন্নতির যোগ আছে।
বৃশ্চিক রাশি: মহাদেবের আশীর্বাদে আজ শিক্ষার্থীদের জীবনে বড় সফলতার সুযোগ আসতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে বড় লাভ হতে পারে।
মকর রাশি: আজ প্রীতি যোগের শুভ প্রভাবে কোনও সুখবর পেতে পারেন মকর রাশির জাতকরা। ব্যবসা থেকে আর্থিক ভাবে বড় সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকেও ভালো লাভের যোগ আছে।
আরও খবর দেখুন