Placeholder canvas

Placeholder canvas
HomeScrollখলিস্তানি জঙ্গি খুনে গ্রেফতার ৩, ভারত-যোগ খুঁজছে কানাডা   
Hardeep Singh Nijjar

খলিস্তানি জঙ্গি খুনে গ্রেফতার ৩, ভারত-যোগ খুঁজছে কানাডা   

এই হত্যাকাণ্ড নিয়ে ভারত এবং কানাডার মধ্যে বাকযুদ্ধ চলেছে

Follow Us :

ব্রিটিশ কলাম্বিয়া: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনে তিনজনকে গ্রেফতার করল কানাডার পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (Royal Canadian Mounted Police) জানিয়েছে, ওই তিনজনের নাম করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২)। কানাডা পুলিশ (Canada Police) জানিয়েছে, তিনজনকে জিজ্ঞাসাবাদ করে যাচাই করা হবে ভারত সরকারের সঙ্গে তাদের কোনও যোগাযোগ আছে কি না।

এই তিনজনকে কয়েকমাস আগে চিহ্নিত করা হয়েছিল, তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল সর্বক্ষণ। কানাডা পুলিশের অনুমান, তিনজনের আলাদা দায়িত্ব ছিল। কেউ শুটার কেউ ড্রাইভার কেউ বা স্পটার। এই গ্রেফতারিতে তাদের সঙ্গে আমেরিকান গোয়েন্দা সংস্থাও কাজ করেছে বলে খবর।

আরও পড়ুন: কর ফাঁকি দেওয়া ৫ লক্ষের সিমকার্ড ব্লক করছে পাকিস্তান

সহকারী আরসিএমপি কমিশনার ডেভিড টেবুল বলেন, “তদন্ত এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডে অন্যরাও জড়িত থাকতে পারে তা আমরা জানি। তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করতে বদ্ধপরিকর আমরা।” প্রসঙ্গত, গত বছর ১৮ জুন সারের গুরু নানক শিখ গুরুদ্বারে সান্ধ্যকালীন প্রার্থনার পর আততায়ীর গুলিতে নিহত হন খলিস্তানি জঙ্গি হরদীপ।

এই হত্যাকাণ্ড নিয়ে ভারত এবং কানাডার মধ্যে বাকযুদ্ধ চলেছে। হরদীপ খুনে ভারতীয় এজেন্সির হাত রয়েছে বলে একাধিকবার অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। অন্যদিকে ভারত পাল্টা বলে, কানাডায় বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ এবং হিংসাকে রাজনৈতিক উদ্দেশ্যে মদত দেওয়া হচ্ছে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular