রাঁচি: রিল অর্থাৎ ভিডিও রেকর্ড (Video Record) করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়ার ইচ্ছা। নিজেকে জাহির করার স্বপ্ন। সেজন্য অনেক উঁচুতে থেকে ঝাঁপ দেবেন জলাশয়ে। বন্ধুরা ভিডিও করবে। ভাইরাল হবে সেই ভিডিও। এটাই ছিল নেশা। আর সেটাই কাল হল। সব কিছু ঠিক করে রেখে ১৮ বছরের তরুণ তৌসিফ ১০০ ফুট উঁচু থেকে জলাশয়ে ঝাঁপ দিলেন। কিন্তু, আর উঠলেন না। কালের অমোঘ নিয়মে সেই ঘটনাই ভিডিও রেকর্ড হয়ে গেল তাঁর বন্ধুদের ক্যামেরায়। সোমবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জে।
একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, জলে ঝাঁপ দেওয়ার পর সাঁতার কাটার চেষ্টা করছেন এক যুবক। কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি। ডুবে যান। ঘটনাস্থলে থাকা বন্ধুরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, পেরে ওঠেননি। রাতেই ওই জলাশয়ে তল্লাশি চালায় প্রশাসন। পরে সেখান থেকে যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত উঁচু থেকে জলে ঝাঁপ দেওয়ায় তলিয়ে যান ওই যুবক।
আরও পড়ুন: ৩৭০ ধারা সম্পর্কিত রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ
আরও খবর দেখুন