skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollভারতে চিকিৎসা করতে এসে মৃত্যু আওয়ামি লিগ সাংসদের
Bangladesh MP Incident

ভারতে চিকিৎসা করতে এসে মৃত্যু আওয়ামি লিগ সাংসদের

Follow Us :

কলকাতা: ভারতে চিকিৎসা করতে এসে মৃত্যু হল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের। গত ন’দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার তাঁর মৃত্যুর খবর আসে। নিউটাউনের একটি অভিজাত ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদ। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিক বৈঠকে দাবি করেন, আওয়ামি লিগের সাংসদ আনোয়ারুলকে খুন করা হয়েছে। তিনি চিকিৎসা করাতে ভারতে এসেছিেলেন। ভারতের পুলিশ তাঁর মৃত্যুর খবর আমাদের জানিয়েছে। আমাদের পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যেখানে তাঁকে খুন করা হয় সেখানকার ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আজিম ঝিনাইদহ এলাকার সাংসদ ছিলেন। ওই এলাকা একটু স্পর্শকাতর বলে পরিচিত।

জানা গিয়েছে, গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। বরাহনগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তাঁর নাম গোপাল বিশ্বাস। গত ১৩ মে তাঁর দুপুরে ওই বাড়ি থেকে বের হন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন বলে জানা যায়। ১৩ মে-র পর পরিবার ওই সাংসদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। তাঁর মেয়ে বাংলাদেশের পুলিশকে গোটা ঘটনাটি জানান। তারপরই বাংলাদেশ পুলিশ ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

আরও পড়ুন: মেদিনীপুরে ২ বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা

গত ১৮ মে আজিমের বরাহনগরের বন্ধু গোপাল বিশ্বাস থানায় নিখোঁজ ডায়েরি করেন। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular