নয়াদিল্লি: আর্টিকেল ৩৭০ (Article 370) সম্পর্কিত রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। সংবিধান সূত্রে দেওয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ৩৭০ ধারা গত বছরের ১১ ডিসেম্বর খারিজ করে সুপ্রিম কোর্ট। সেই রায়ে কোনওরকম ভ্রান্তি নেই বলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল।
জম্মু ও কাশ্মীরের ওই বিশেষ সাংবিধানিক মর্যাদা রাষ্ট্রপতির নির্দেশে খারিজ করা হয়। নতুনভাবে তৈরি জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন আইন মারফত খুব শীঘ্রই ওই অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার প্রয়াস চলছে বলে জানায় কেন্দ্রীয় সরকার। সেই আশ্বাসের ভিত্তিতে ওই আইনের সাংবিধানিক বিশ্লেষণ করা থেকে বিরত থেকেছে বেঞ্চ। যদিও এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন করার সময়সীমা চূড়ান্ত করে দিয়েছে আদালত।
আরও পড়ুন: আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার সরকারি প্রস্তাবে সিলমোহর দিয়েছে আদালত। কোনও রাজ্যের একটি অংশকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করার জন্য সেখানকার বিধানসভার অভিমত দরকার নেই বলেও জানায় আদালত।
আরও খবর দেখুন