skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeরাজ্যবয়স্কদের ভোট নিয়ে উত্তপ্ত পানিহাটি
BJP-TMC Clash

বয়স্কদের ভোট নিয়ে উত্তপ্ত পানিহাটি

বেলেঘাটার পর তৃণমূল-বিজেপি ধ্বস্তাধস্তিতে উত্তেজনা ছড়াল পানিহাটিতে

Follow Us :

পানিহাটি: সিনিয়র সিটিজেনদের ব্যালট ভোট (Senior Citizen Vote) নিয়ে তৃণমূল-বিজেপির ধ্বস্তাধস্তিতে (BJP-TMC Clash) উত্তেজনা ছড়াল পানিহাটিতে। কেন্দ্রীয় বাহিনির সামনে ধ্বস্তাধস্তি শুরু হয় সেক্টর অফিসারকে ঘিরে। সিনিয়র সিটিজেনদের ব্যালট ভোট নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের বাক বিতন্ডা শুরু হয়। দুইপক্ষের ধাক্কাধাক্কি তে উত্তেজনা ছড়ায় পানিহাটির (Panihati) অমরাবতী এলাকায়। দলীয় ভুয়ো এজেন্টের অভিযোগ তুলে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায় সেক্টর অফিসারকে ঘিরে। তৃণমূলের (TMC) অভিযোগ বিজেপি বহিরাগত নিয়ে এসেছে। পাল্টা বিজেপির (BJP) অভিযোগ ভুয়ো এজেন্টের নামে সই করে ফলস ভোট দেওয়াচ্ছে তৃণমূল।

উল্লেখ্য, এর আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয় বেলেঘাটা। মঙ্গলবার দুপুরে ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলেঘাটা মেন রোডে এই ঘটনা ঘটে। তৃণমূল ও বিজেপি, দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জানা গিয়েছে, নির্বাচন কমিশন এ বছরও বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো মঙ্গলবার বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধ এবং এক জন বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করার কথা ছিল। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ নির্বাচন কমিশনের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট দুই বাড়িতে ভোট গ্রহণ করতে ঢোকার পরপরই গন্ডগোলের সূত্রপাত হয়।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু, হিরণ

স্থানীয় সূত্রে খবর, নির্বাচন কমিশনের কর্মীরা আসার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন বিজেপি কর্মীরা। তাঁদের অধিকাংশই এলাকার কর্মী নন বলে অভিযোগ। তাঁরা এলাকায় ঢোকার চেষ্টা করলে তৃণমূল কর্মী-সমর্থকেরা বাধা দেন। বিজেপি ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধ্বস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular