skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবিজেপি কি ক্ষমতায় ফিরছে? কী বললেন ভোটকুশলী
Prashant Kishore

বিজেপি কি ক্ষমতায় ফিরছে? কী বললেন ভোটকুশলী

যদি ক্ষমতাসীন সরকার এবং তার নেতার প্রতি মানুষের ক্ষোভ থাকে তাহলে মানুষ তাদের সরিয়ে দেবে

Follow Us :

নয়াদিল্লি: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন জিতেছিল বিজেপি (BJP)। এনডিএ (NDA) জোট পেয়েছিল মোট ৩৫৩টি আসন। এবার কী হবে? নরেন্দ্র মোদি (Narendra Modi) অমিত শাহরা (Amit Shah) কি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন? নাকি এগিয়ে আসবে বিরোধী জোট? ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishore) মতে, আগেরবারের ৩০৩টি আসন পাবে বিজেপি, সামান্য বাড়তেও পারে কিন্তু কমবে না। পিকে বলছেন, ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে দেশের মানুষের খুব একটা অসন্তোষ নেই, নতুন কোনও বিকল্পের দাবিও নেই।

আরও পড়ুন: বাংলায় বাম-কংগ্রেস উত্থান দেখে তৃণমূল হতাশ, দাবি অধীরের

কিশোর বলেন, “আমার মনে হয় মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় ফিরছে। ওরা হয়তো আগেরবারের নির্বাচনের মতোই আসন পাবে, বা সামান্য ভালো করতে পারে। আমাদের মৌলিক বিষয়গুলি দেখা উচিত। যদি ক্ষমতাসীন সরকার এবং তার নেতার প্রতি মানুষের ক্ষোভ থাকে তাহলে মানুষ তাদের সরিয়ে দেবে, সে বিরোধী যারাই হোক না কেন। কিন্তু এখনও পর্যন্ত মোদিজির প্রতি দেশজুড়ে ক্ষোভ দেখিনি। হয়তো হতাশা থাকতে পারে, প্রত্যাশা অপূর্ণ থাকতে পারে, কিন্তু ব্যাপক ক্ষোভ নেই।”

প্রধানমন্ত্রী নিজেই বলেছেন অবকি বার চারশো পার, বিজেপি ৩৭০ আসন জিতবে ইত্যাদি। এই কথায় গুরুত্ব দিতে নারাজ কিশোর। তিনি বলেন, “বিজেপি যদি ২৭৫টি আসন জেতে, তাদের নেতার নিশ্চয়ই বলবেন না, আমরা সরকার গঠন করব না কারণ আমরা ৩৭০ আসন জিতব বলেছিলাম। ওরা সংখ্যাগরিষ্ঠতার ফিগার ২৭২টি আসন পাচ্ছে কি না সেটাই দেখার। রাজনীতি আর বাক্যবাণ তো চলতেই থাকবে। যাদের যা বলার বলতে থাকবে। তবে আমি কোনও ঝুঁকি দেখতে পাচ্ছি না, এনডিএ-ই ক্ষমতায় ফিরছে বলে মনে হচ্ছে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular