skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনমন খুলে কথা বলার বার্তা অয়ন শীলের 'আনব্রোকেন'-এ
Unbroken

মন খুলে কথা বলার বার্তা অয়ন শীলের ‘আনব্রোকেন’-এ

ভিন্ন আঙ্গিকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা দিলেন তুহিনা, সৌরসেনী, ঋষভরা

Follow Us :

কলকাতা: সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা মলে প্রদর্শিত হল অয়ন শীল (Ayan Sil) পরিচালিত এবং তুহিনা দাস, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋষভ বসু, রাজদীপ গুপ্ত, সৃজলা গুহ অভিনীত হিন্দি মিউজিক্যাল শর্ট ফিল্ম ‘আনব্রোকেন’। ছবির প্রযোজনা করেছেন উষসী সেনগুপ্ত (Ushoshi Sengupta)। ছবির বিশেষ আকর্ষণ ছবির কলাকুশলীদের কোনও ডায়ালগ নেই।

‘আনব্রোকেন’ -এর শুটিংয়ের বিশেষ মুহূর্ত

ছবির কাহিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নিয়ে। একে অপরের সঙ্গে মন খুলে কথা বলার বার্তা পাওয়া গেল অয়ন শীলের এই ছবিতে। বর্তমান সময়ে নিরাশা, একাকিত্ব, হতাশা গ্রাস করছে মানুষকে। তাঁদের ভালো থাকার চাবিকাঠি নিয়ে ইউটিউব চ্যানেল ‘ডিজিট্যাল নার্ভ’-এ মুক্তি পাচ্ছে আনব্রোকেন’ (Unbroken)।

‘আনব্রোকেন’ -এর শুটিংয়ের বিশেষ মুহূর্ত

পরিচালক অয়ন শীল ছবির সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সঙ্গীত মানুষের মন ভালো করে। আর এই ছবিটাও তাই হয়ে উঠবে। একজন মানুষের মানসিক স্বাস্থ্যের দিকটা যখন ধীরে ধীরে খারাপ হতে দেখবেন তখন তাঁর পাশে দাঁড়ান। এই ছবির মাধ্যমে মানসিক অবসাদগ্রস্ত মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে চাওয়া হয়েছে বলেই উল্লেখ করেছেন পরিচালক।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular