skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollসন্ন্য়াসী হতে চেয়ে বাড়ি ত্যাগ, নবদ্বীপ থেকে উদ্ধার কিশোর
Uttarpar Missing

সন্ন্য়াসী হতে চেয়ে বাড়ি ত্যাগ, নবদ্বীপ থেকে উদ্ধার কিশোর

Follow Us :

হুগলি: রহস্যজনকভাবে উত্তরপাড়া থেকে একাদশ শ্রেণির ছাত্র নিখোঁজ। সাধু বেশে স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ল ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাম সীতাঘাট রোডের বাসিন্দা এক বেসরকারি ইংরেজি মাধ্যমের একাদশ শ্রেণির ছাত্র আদ্রশ তিওয়ারি। বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি।

পরে জানা যায়, এই বয়সে হঠাৎই সন্ন্যাস হওয়া লক্ষ্যে বাড়ি ত্যাগ করেন ওই কিশোর। বাড়ির লেটার বক্সে রেখে যায় একটি চিঠি। সেখানে আদ্কশ লেখে, সে নিজের ইচ্ছায় ঘর ছেড়ে আধ্যাত্বিক পথে যাচ্ছে। যাওয়ার আগে সে গঙ্গায় স্নান করে। এরপর ঘরেই নিজের ফোন, মানিব্যাগ, চটি ফেলে যায়। সে চিঠিতে জানিয়ে যায়, সে প্রথমে নবদ্বীপ ও পরে বৃন্দাবনে যাবেন।

আরও পড়ুন: ভারতে চিকিৎসা করতে এসে মৃত্যু আওয়ামি লিগ সাংসদের

এরপর পরিবারের লোক বিভিন্ন জায়গা থেকে জানতে পারে সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবককে উত্তরপাড়া স্টেশনে ধুতি, গামছা, হাতে লাঠি ও কপালে মাটি মাখা অবস্থায় দেখা যায়। পরিবারের লোকের আবেদন, যদি কেউ ওই যুবককে খুঁজে পান তাহলে সত্বর যোগাযোগ করুন। শেষ পাওয়া খবরে জানা গিয়ছে, ওই যুবককে নবদ্বীপ উদ্ধার করা হয়েছে।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular