জার্মানি- ৫ (উইর্টজ, মুসিয়ালা, হ্যাভার্টজ, ফুলক্রুগ, চ্যান)
স্কটল্যান্ড- ১ (রুডিগার-আত্মঘাতী)
মিউনিখ: ইউরো কাপের (UEFA EURO 2024) শুরু এর থেকে ভালো হতে পারত না। উদ্বোধনী ম্যাচে নির্মম ফুটবল খেলে আয়োজক দেশ জার্মানি (Germany) ৫-১ ফলে উড়িয়ে দিল স্কটল্যান্ডকে (Scotland)। কাপ জয়ের দাবিদার বাকি সব দেশকে স্পষ্ট বার্তা দিয়ে রাখল, ‘শিল্ড গ্রামের বাইরে’ নিয়ে যাওয়া অত সোজা হবে না। ১৯৯৬ সালে শেষবার ইউরো কাপ জিতেছিল জার্মানি, এবার নিজেদের দেশে তারা অন্যতম ফেভারিট।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই সোনার বুট জয়ী স্ট্রাইকারের
খেলা শুরুর ২০ মিনিটের মধ্যে দু’ গোল পুরে দেয় জার্মানি। এই টুর্নামেন্টের প্রথম গোলটি করে রেকর্ড বুকে নাম লেখালেন তরুণ তুর্কি ফ্লোরিয়ান উইর্টজ। মেসির সঙ্গে তুলনা করা আর এক তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা (Jamal Musiala) দ্বিতীয় গোল করেন। স্কটিশ রক্ষণের দিশেহারা অবস্থা। এর মধ্যেই বল ক্লিয়ার করতে গিয়ে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে বক্সের মধ্যে বিশ্রী ট্যাকল করে বসেন রায়ান পরটুস। ভিএআর দেখে পেনাল্টি দেন এবং পরটুসকে লাল কার্ড দেখান।
A magical performance from Musiala 🪄🇩🇪@Vivo_GLOBAL | #EUROPOTM pic.twitter.com/spbLGVwHJ3
— UEFA EURO 2024 (@EURO2024) June 14, 2024
এরপরে আর স্কটিশদের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। বরং দ্বিতীয়ার্ধে তারা ১০ জনে খেলে মাত্র দুই গোল খেয়েছে, তার প্রশংসা করতেই হবে। অ্যান্টনিও রুডিগারের আত্মঘাতী গোলে একটা শোধ দিয়েছে তারা। এই হার যত দ্রুত সম্ভব ভুলে গ্রুপের পরের দুই ম্যাচের প্রতি ফোকাস করতে হবে স্কটল্যান্ডকে। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড।
দেখুন অন্য খবর: