কলকাতা: এখনও মেলেনি বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদের (Bangladesh MP Death) দেহাংশ। সাংসদের দেহাংশের খোঁজে নৌসেনার সাহায্য নিল সিআইডি (CID)। সাংসদ খুনের ঘটনায় এবার বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌসেনা ( Indian Navy)। এর আগে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের টুকরো অংশের খোঁজে বাগজোলা খালের সাতুলিয়া ও কৃষ্ণমাটি এলাকায় তল্লাশি চালিয়েছিল সিআইডির ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বাগজোলা খালে বিশেষ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি নৌসেনার।
আরও পড়ুন: গণনায় কারচুপির শঙ্কায় কমিশনে বিজেপি, কংগ্রেস
পুলিশের দাবি, নিউটাউনের ফ্ল্যাটে খুন হয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে তাঁর দেহ কাটা হয়। পরবর্তী সময়ে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে থেকে সাংসদের মাংসের টুকরো, মাথার চুল উদ্ধার করেছিল সিআইডি। গোয়েন্দারা সেই কমোড ভেঙে ফেলার কথা বলেছিলেন (Anwarul Azim Anar Case)। সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পেরেছিল ভাঙড়ের কৃষ্ণমাটি ও সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে প্লাস্টিকের ব্যাগে মাংসের টুকরো ফেলা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার ওইখানে অভিযান চালানোর পরেও কিছু মেলেনি। তারপর ভারতীয় নৌসেনার সাহায্যে চায় সিআইডি। সেইমতো এদিন ভারতীয় নৌসেনার তিনজনের একটি প্রতিনিধি দল সহ সিআইডি একটি দল ওই এলাকায় এসে পুনরায় তল্লাশি শুরু করেছে।
দেখুন ভিডিও
