skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollজঙ্গি আতঙ্ক না গরম, কোহলিদের অনুশীলন বাতিল নিয়ে ধন্দ  
Royal Challengers Bengaluru

জঙ্গি আতঙ্ক না গরম, কোহলিদের অনুশীলন বাতিল নিয়ে ধন্দ  

সোমবার বিমানবন্দর থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখা

Follow Us :

আমেদাবাদ: ২১ মে আমেদাবাদের গুজরাত কলেজ মাঠে অনুশীলন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। কিন্তু কোনও কারণ না জানিয়েই অনুশীলন বাতিল হয়ে যায়। এরপরেই ধন্দের সৃষ্টি হয়। এক বাংলা দৈনিক খবর করে, বিরাট কোহলির (Virat Kohli) নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় বাতিল হয়েছে প্র্যাকটিস সেশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমও একই কথা বলেছে। আবার অন্য সূত্র বলছে, আমেদাবাদের (Ahmedabad) প্রবল গরমের কারণেই অনুশীলন বাতিল করেছে আরসিবি শিবির।

সোমবার আমেদাবাদ বিমানবন্দর থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে গুজরাত পুলিশের জঙ্গি দমন শাখা। তারা কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসি-এর (ISIS) সদস্য বলে সন্দেহ। এদিকে প্লে অফ (Play Off) খেলতে আমেদাবাদে এসেছে চারটি দল, ফলে প্রশ্নের মুখে নিরাপত্তা।

আরও পড়ুন: কোহলিকে ‘আবিষ্কার’ করেন সুরেশ রায়না!

কিন্তু সংবাদমাধ্যমের একাংশের দাবি, গরমের জন্য অনুশীলন দেরি করে শুরু করতে চেয়েছিল বেঙ্গালুরু। তাদের জানানো হয়, নৈশালোকের ব্যবস্থা থাকবে সন্ধে ৬.৩০টা পর্যন্তই। তা শুনে অনুশীলন বাতিলই করে দেয় আরসিবি।

এদিকে আর সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর, ধৃত চার দুষ্কৃতীর থেকে অস্ত্রশস্ত্র, সন্দেহজনক ভিডিও এবং মেসেজ উদ্ধার করেছে গুজরাত পুলিশ (Gujarat Police)। বিজয় সিং জ্বালা নামে এক পুলিশ আধিকারিক বলেছেন, “আমেদাবাদে আসার পর চারজনের গ্রেফতার হওয়ার কথা জেনেছিলেন বিরাট কোহলি। তিনি একজন জাতীয় সম্পদ, তাঁর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আরসিবি কোনও ঝুঁকি নিতে চায়নি। তারা আমাদের জানিয়ে দিয়েছে, কোনও প্র্যাকটিস সেশন রাখবে না। এসব রাজস্থান রয়্যালসকেও (RR) জানানো হয়েছিল, তবে তারা অনুশীলন করেছে।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular