skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeBig newsআচমকা অসুস্থ শাহরুখ, ভর্তি আমেদাবাদের হাসপাতালে!
Shah Rukh Khan

আচমকা অসুস্থ শাহরুখ, ভর্তি আমেদাবাদের হাসপাতালে!

ম্যাচ দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি

Follow Us :

আমেদাবাদ: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। শোনা যাচ্ছে, হিট স্ট্রোক (Heat Stroke) হয়েছিল তাঁর, আপাতত আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কোয়ালিফায়ার ওয়ানে নিজের দল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) ম্যাচ দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। নাইটদের দুরন্ত জয়ের পরে মাঠেও নেমে আসেন। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) সঙ্গে কথা বলেন, সেলিব্রেশন করেন। তারপর কখন অসুস্থ হয়ে পড়েন তা এখনও জানা যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কী আপডেট তাও জানা যায়নি। প্রসঙ্গত, মঙ্গলবার আমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গরমের চোটেই সেদিন অনুশীলন বাতিল করেছিল বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি (RCB)। জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলিউড বাদশাকে। দুপুরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিন রাতেই মুম্বইয়ে তাঁর বাড়ি মন্নতে পৌঁছনোর কথা।

আরও পড়ুন: জঙ্গি আতঙ্ক না গরম, কোহলিদের অনুশীলন বাতিল নিয়ে ধন্দ  

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular