skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollবারাসতে বিজেপি নেতার গাড়িতে তল্লাশি পুলিশের
Lok Sabha Election 2024

বারাসতে বিজেপি নেতার গাড়িতে তল্লাশি পুলিশের

Follow Us :

বারাসত: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির পর এবার বিজেপির সংখ্যালঘু সেলের নেতার গাড়ি তল্লাশি পুলিশের। বুধবার বিকেলে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলির গাড়ি আটক করল পুলিশ। বারাসত সংলগ্ন কাজিপাড়া ধর্মতলা মোড়ে পুলিশ কাশেমের গাড়ি আটক করে। কাশেম তখন বারাসত থেকে টাকি রোড ধরে বসিরহাটের দিকে যাচ্ছিলেন বলে জানা যায়।

পুলিশ কাশেমকে জানিয়েছে, তারা গাড়িতে তল্লাশি করবে। আপাতত ম্যাজিস্ট্রেট আসার অপেক্ষায় রয়েছেন সকলে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই গাড়িতে তল্লাশি চালানো হবে। যদিও কাশেমের দাবি, তাঁর গাড়িতে কিছু নেই। তৃণমূল ভয় পেয়ে পুলিশ দিয়ে হয়রান করছে। যদিও তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

RELATED ARTICLES

Most Popular