কলকাতা: ডু অর ডাই ম্যাচে জয়ী রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে বেঙ্গালুরুকে হারাল ৪ উইকেটে। এরইসঙ্গে আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৪ মে কোয়ালিফায়ার ২- তে হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান।
রাজস্থান রয়্যালস ব্যাটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল করেন ৪৫ রান। এরপর ধারাবাহিক পারফরম্যান্স দেখান রিয়ান পরাগ(৩৬)। শিমরন হেটমায়ার করেন ২৬ রান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুটা ভালো করলেও সেটাকে পূর্ণতা দিতে ব্যর্থ বেঙ্গালুরু ব্যাটাররা। বিরাট কোহলি ৩৩, রজত পাতিদার ৩৪ এবং গ্রিন করেন ২৭ রান। এদিন ব্যাট হাতে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। গোল্ডেন ডাক হন তিনি। ১৭ বলে ৩২ রানের ক্যামিও খেলেন লোমরোর।
রাজস্থান বোলারদের মধ্যে দুরন্ত ট্রেন্ট বুল্ট। তাঁর বোলিং ফিগার ৪-০-১৬-১। তাঁকে দারুণ সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি যথেষ্ট ইকোনমিকালও ছিলেন এদিন। তাঁর বোলিং ফিগার ৪-০-১৯-২। আভেশ খান রান দিলেও ৩ উইকেট নেন।