skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollচপার ভেঙে মৃত্যু ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির
Ebrahim Raisi Death

চপার ভেঙে মৃত্যু ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির

Follow Us :

তেহরান: আশঙ্কাই সত্যি হল। চপার ভেঙে মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির। মারা গিয়েছেন চপারে রইসির সহযাত্রী তথা সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। যদিও ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে এই দুজনের মৃত্যুর খবর এখনও নিশ্চিত করেনি।

রইসির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই একটি শোকবার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে রয়েছে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রইসির বেদনাদায়ক মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা মনে থাকবে। তাঁর পরিবার এবং ইরানের মানুষকে আমি আমার অন্তরের সমবেদনা জানাই।

আরও পড়ুন: লিলুয়ায় উত্তেজনা, বিজেপি প্রার্থী রথীনের সঙ্গে বচসা তৃণমূলের

রবিবার আজারবাইজানে বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার। ঘন মেঘের আড়ালে হঠাৎ হারিয়ে যায় কপ্টারটি। গতকাল সারা রাত জুড়ে তল্লাশি অভিযান চলে। আজ সকালেও উদ্ধারকাজ জারি রাখা হয়। সকালে ঘণ্টাখানেক পরেই জানানো হয়, দুর্ঘটনাস্থল খুঁজে পাওয়া গিয়েছে। আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে কপ্টারটি।

RELATED ARTICLES

Most Popular