skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollজেলায় জেলায় শুরু তুমুল ঝড়বৃষ্টি, ব্যাঘাত ভোটে
Rainfall

জেলায় জেলায় শুরু তুমুল ঝড়বৃষ্টি, ব্যাঘাত ভোটে

কালবৈশাখীর তাণ্ডবে অবরুদ্ধ কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক

Follow Us :

কলকাতা: কলকাতা, ব্যারাকপুর-বনগাঁ, হাওড়া, হুগলি, চুঁচুড়ায় শুরু তুমুল ঝড়বৃষ্টি। সকাল থেকে অস্বস্তিকর গরম অনূভূত হলেও বেলা বাড়তেই জেলায় জেলায় শুরু বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি (Rain Storm Forecast) শুরু হয়েছে। বৃষ্টির প্রভাব পড়েছে ভোটেও। বৃষ্টির জন্য ব্যাহত ভোট গ্রহণ প্রক্রিয়াও। ঝড়বৃষ্টি শুরু হতেই ভোটাররা লাইন ছেড়ে চলে যান। কলকাতার কিছু কিছু এলাকায় আকাশ অন্ধকার করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। শহরের কিছু কিছু জায়াগায় বৃষ্টি (Rainfall Alert) শুরু হয়েছে।

বর্ষা প্রবেশের শুরুতেই কালবৈশাখীর তাণ্ডবে অবরুদ্ধ হয়ে গেল কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। সোমবার সকাল থেকেই কালো মেঘ ঘনিয়ে আসে নদীয়ার তেহট্ট সহ বিস্তীর্ণ এলাকায়। এরপরই শুরু হয় কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কালবৈশাখীর জেরে তেহট্টের মালিয়াপোতায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশে থাকা একাধিক গাছ রাস্তার উপর উপড়ে যায়। ফলে অবরুদ্ধ হয়ে যাই কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ যাত্রীবাহী বাস ও বিভিন্ন গাড়ি। স্থানীয়দের তৎপরতায় প্রাথমিকভাবে গাছ সড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে রাস্তা। ঘটনা পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। তবে হঠাৎই ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ছেড়ে যে যার মত আশ্রয় নেন অন্যত্র। কিছু ভোটাররা ভোটকেন্দ্রের মধ্যে আশ্রয় নেই। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড়বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়।

সোমবার থেকেই যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি নামতে চলেছে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোমবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ জারি করা পূর্বাভাসে তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের তরফের পূর্বাভাসকে সত্যি করেই। কলকাতা সহ জেলায় জেলায় শুরু ঝড়বৃষ্টি।

আরও পড়ুন: লিলুয়ায় উত্তেজনা, বিজেপি প্রার্থী রথীনের সঙ্গে বচসা তৃণমূলের

হাওয়া অফিস বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে সোমবার থেকে বদলে যাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস সোমবার ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণ-উত্তরবঙ্গে একাধিক জেলা। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির (Rainfall Alert) সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে বাংলার জেলায় জেলায়। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির (Rain Storm Forecast) পরিস্থিতি অনুকূল বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে গরমের দাপট সাময়িকভাবে কমার আশা রয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular