skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollRCB না RR, এলিমিনেটরে আজ ফেভারিট কারা?
IPL 2024

RCB না RR, এলিমিনেটরে আজ ফেভারিট কারা?

টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পৌঁছেছেন বিরাট কোহলিরা

Follow Us :

আমেদাবাদ: মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) আট উইকেটে চূর্ণ করে আইপিএলের (IPL 2024) ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। সানরাইজাররা অবশ্য ফাইনালে ওঠার আরও একটা সুযোগ পাবে। বুধবার, রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এ ম্যাচে যারা হারবে তাদের বিদায়, যারা জিতবে তার হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু খেলবে। ওই ম্যাচ কার্যত সেমিফাইনাল।

টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। দলটার উপর প্রত্যাশা বেড়ে গিয়েছে শতগুণে। অনেকেই বলছেন, খাদের কিনারা থেকে যেভাবে ফিরে এসেছে তারা, চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু নেই। তবে চ্যাম্পিয়ন হতে গেলে এখনও পরপর তিনটি ম্যাচ জিততে হবে। প্রথম পদক্ষেপ সঞ্জু স্যামসনদের (Sanju Samson) হারানো।

আরও পড়ুন: রোনাল্ডোই নেতা, ইউরো কাপের দল ঘোষণা করল পর্তুগাল

 

যে দলটা একটা সময় লিগ টেবিলের শীর্ষে বিচরণ করছিল, তারা পরপর ম্যাচ হেরে চাপে। তারকা ব্যাটার জস ব্যাটলার (Jos Buttler) দেশে ফিরে গিয়েছেন। ভাগ্যও সঙ্গ দিচ্ছে না, কেকেআরের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে জিতলে দুইয়ে শেষ করতে পারতেন স্যামসনরা, কিন্তু বৃষ্টিতে খেলাই ভেস্তে যায়। সেই কারণেই আরসিবির বিরুদ্ধে এলিমিনেটর খেলতে হচ্ছে, হারলেই বিদায়।

ডু অর ডাই ম্যাচে কেউই ফেভারিট হয় না। ওই দিনটায় যারা ভালো খেলবে তারাই জিতবে। সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে আরসিবিই। তবে এই ফর্মের কারণেই ফাঁড়া থেকে যাচ্ছে। টানা ছ’ ম্যাচ জিতেছেন ডু প্লেসিরা। ল অফ অ্যাভারেজ বলে, কোনও দল টানা যত বেশি ম্যাচে জেতে, তাদের হারের সম্ভাবনা তত বাড়ে। আবার টানা হারতে থাকা রাজস্থান এই ম্যাচেও হারবে তা কেউ বলতে পারে না।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular