skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollরামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ
Ramakrishna Mission

রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ

ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ

Follow Us :

শিলিগুড়ি: রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। বুধবার শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (পূর্ব) দীপক সরকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত চলতি মাসের ১৯ তারিখ ভোর রাতে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের। এই ঘটনার পরই শুরু হয় রাজ্য রাজনীতিতে তোলপাড়। ঘটনার নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। ধৃতদের গ্রেফতার করে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: রিল বানাতে উঁচু থেকে জলাশয়ে ঝাঁপ, তলিয়ে গেল যুবক

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular