skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeবিনোদনভবিষ্যৎ কেমন হবে আমাদের? বললেন জিতু
Jeetu Kamal

ভবিষ্যৎ কেমন হবে আমাদের? বললেন জিতু

২০৮০ সালের এক গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা

Follow Us :

কলকাতা: ভবিষ্যতের পৃথিবীতে আমরা কেমন হব? অবসরযাপনে এই ভাবনা আমাদের মাথায় আসে মাঝে মাঝেই। সম্প্রতি আমাদের এই ভাবনা আরও একটু উসকে দিলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সোশ্যাল মিডিয়ায় একটি গল্প শেয়ার করেছেন অভিনেতা, সময়কাল ২০৮০। গল্পটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “সময় থাকলে একটু পড়বেন।” অভিনেতার সেই পোস্টেই প্রতিক্রিয়া দিলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

জিতু তাঁর গল্পে এমন এক মানুষের কথা বলেছেন যিনি ২০৮০ সালে বৃদ্ধাবস্থায় পৌঁছে গিয়েছেন। কোনও এক দুপুরে নাতনির ল্যাপটপে ফেসবুকে লগইন করে দেখতে পান ইনবক্সে ৮৬৭৮ মেসেজ। যারা মেসেজ করেছিল, অনেকেই বেঁচে নেই। একতরফা ভালোবাসার মানুষটাও নেই। মেসেজ গুলি দেখতে যাবেন এমন সময় নাতনির ডাক আসে। ল্যাপটপ নিয়ে সে ভার্চুয়াল ক্লাসে যাবে। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে, বই-খাতা লাগে না? নাতনি জিজ্ঞেস করে, ক্লাস করতে বই খাতা লাগে নাকি? টিউশন শেষে দাদুর সময়ের গল্প শুনবে বলে চলে যায় নাতনি।

আরও পড়ুন: জুলাইয়ে শহরে আসছে নতুন এক গোয়েন্দা

জীতুর পোস্টের একেবারে শেষে দেখা গেল লেখা আছে, “এখনকার আধুনিক আমরা ২০৮০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলে মেয়েরা আদি কালের মানুষ বলবে। জানি না ২০৮০ সাল পর্যন্ত বাঁচবো কি না! যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইনে এসে লেখাটা আরও একবারের জন্য পড়ব। আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব।” সঙ্গে লেখা #copied… অর্থাৎ এই গল্প অন্য কোথাও থেকে শেয়ার করেছেন অভিনেতা।

অভিনেতার পোস্টের কমেন্ট বক্সে তসলিমা লিখেছেন, “আমার মনে হয় তখন ল্যাপটপও থাকবে না, ফেসবুকও থাকবে না। হয়তো এ আর গ্লাসের ব্যবহার বাড়বে। মানুষ ক্লাউড কম্পিউটিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ভরসা করবে বেশি।” জীতুর প্রত্যুত্তর, “বৃষ্টি ফোঁটা নামবে তখনো, ফুটো ছাতার পাশ বেয়ে। পাবে না তুমি রিপুওয়ালাও, AI দিয়ে যাবে না রুখা, ধীরগাঁও বসে থাকবে একা আর কিছু সংখ্যক বোকা।”

জীতুর পোস্টে তসলিমার মন্তব্য

 

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular