কলকাতা: জুলাইয়ে শহরে আসছে নতুন এক গোয়েন্দা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই খবর জানালেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, কোনও গোয়েন্দার সদৃশ্যতা নেই। গোয়েন্দা সুলভ কোনও আচরণও নেই। গোয়েন্দা হওয়ার ইচ্ছেও নেই। তবুও সে গোয়েন্দা। কিভাবে? কেন? তার উত্তর, এই জুলাইতে…।
আরও পড়ুন: বধূবেশে ধরা দিলেন ইশা, ব্রাহ্ম মতে সারলেন বিয়ে!
জানা যাচ্ছে, বাংলা সিনেমার দুনিয়ায় ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের পর এবার আসছেন নতুন গোয়েন্দা, নাম ‘অরণ্য চ্যাটার্জী’। জীতুকেই দেখা যাবে নাম ভূমিকায়। এই প্রথমবার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবির পরিচালনা করবেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দুলাল দে। সুপারস্টার দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিতে চিত্রনাট্যের দায়িত্ব সামলেছিলেন দুলাল। এবার নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে টলিপাড়ায় পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে তাঁর।
জানা যাচ্ছে, এই ছবিতে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জীর নানান অভিযানের কাহিনি লিপিবদ্ধ করবে তাঁর জামাইবাবু সুদর্শন হালদার। ঠিক যেমন- ব্যোমকেশের গল্পগুলি লেখে অজিত। সুদর্শনের চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-কে দেখা যাবে নার্সের ভূমিকায়। এই ছবিতে অতিথি চরিত্রে থাকছেন তৃণমূল কাউন্সিলর ও অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukherjee)-কে।
আরও খবর দেখুন