কলকাতা: লাল নয় বরং জমকালো সাদা বেনারসিতে বিয়ের আসরে রাঙা হয়ে উঠলেন অভিনেত্রী ইশা সাহা (Isha Saha), পাত্র অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gaurab Roy Chowdhury)। রবীন্দ্রসঙ্গীত আর বৈদিক মন্ত্রোচ্চারণে জমল বিয়ের আসর। ব্রাহ্ম মতেই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী ইশা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। আসলে এটি একটি বিজ্ঞাপনী ভিডিও।
সাধারণত বাঙালি বিয়েতে লাল বেনারসিই পরতে দেখা যায় কনেকে। সাদা বেনারসি একেবারেই ছক ভাঙা। আর সেই সাদা রঙের উপরেই নতুন বিয়ের শাড়ির সম্ভার নিয়ে এলেন পোশাকশিল্পী অভিষেক রায় (Fashion Designer Abhishek Roy)। লঞ্চ হল নতুন পোশাকের সম্ভার ‘সপ্তপদী’ (Saptapadi)। এই পোশাক লঞ্চের মিউজিক ভিডিওতেই বর-কনের বেশে দেখা গেল ইশা ও গৌরবকে।
View this post on Instagram
আরও পড়ুন: স্যুইম সুটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকা
মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও দুর্নিবার সাহা, মিউজিকের নেপথ্যে আছেন রথিজিৎ ভট্টাচার্য। উল্লেখ্য, সাদা শাড়ি আর রুপোলি চেলিতে গতবছরই অভিনেত্রী শ্রুতি দাসকে তাঁর বিয়েতে সাজিয়েছিলেন অভিষেক রায়। এবার ব্রাহ্ম বিয়ের আসর তৈরি করে সাদা শাড়িতে সাজালেন অভিনেত্রী ইশা সাহাকে।
আরও খবর দেখুন