ম্যাঞ্চেস্টার: শনিবার ফুলহ্যামকে ৪-০ উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ (Premier League) খেতাবের আরও কাছে চলে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ৩৬ ম্যাচে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ৮৫ পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল (Arsenal)। আজ, রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)বিরুদ্ধে খেলতে নামবে গানাররা। জেতা ছাড়া তাদের কোনও বিকল্প নেই। খেলা ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) হলেও মিকেল আর্তেতার (Mikel Arteta) দলের যা ফর্ম তাতে জেতারই কথা।
আরও পড়ুন: অবসর নিলেন অ্যান্ডারসন, কবে খেলবেন শেষ ম্যাচ?
এই মুহূর্তে লিগের যা সমীকরণ তাতে সিটি বাকি দুই ম্যাচ জিতলে তারাই চ্যাম্পিয়ন। আর্সেনাল সব ম্যাচ জিতলেও দুই পিছনে থেকে শেষ করবে। সিটি একমাত্র ড্র বা হারলে তবেই আর্সেনালের জন্য সুযোগ তৈরি হবে। একটা সময় গোলপার্থক্যে অনেকটা এগিয়ে ছিল আর্সেনাল, কিন্তু সিটি সেই ব্যবধানটাও মাত্র দুইয়ে নিয়ে চলে এসেছে।
The latest in @PhilFoden‘s long list of Premier League goals this season ✨
He now has 1️⃣7️⃣ for @ManCity in 2023/24!pic.twitter.com/mEA0ZQIOgq
— Premier League (@premierleague) May 11, 2024
এদিকে জিততে মরিয়া ম্যান ইউও। এই মুহূর্তে আট নম্বরে রয়েছে এরিক টেন হাগের (Erik Ten Hag) দল। অন্তত ছয় নম্বরে শেষ করে উয়েফা ইউরোপা লিগের যোগ্যতা অর্জন করতে না পারলে ঐতিহ্যশালী ক্লাবটির সম্মান নিয়ে টানাটানি হবে। টানাটানি হতে পারে টেন হাগের চাকরি নিয়েও। ইতিমধ্যেই মাইকেল আওয়েন (Michael Owen) সহ একাধিক বিশেষজ্ঞ ম্যান ইউ কোচের বরখাস্তের পক্ষে সওয়াল করেছেন। আজ আর্সেনালের বিরুদ্ধে তাই অগ্নিপরীক্ষা।
দেখুন অন্য খবর: