কলকাতা: রাহুল গান্ধীর (Rahul Gandhi) বয়সের চেয়েও কম আসন পাবে কংগ্রেস। চুঁচুড়ার জনসভা থেকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের যে শাহজাদা আছেন তাঁর বয়সের চেয়েও কম আসন পাব কংগ্রেস। এদিন রাজ্যে চারটি সভা করেন নরেন্দ্র মোদি। এদিন মোদি আরও বলেন, তৃণমূলের কাজ হল গণ্ডগোল ও জমি দখল করা। মোদি বলেন হর ঘর জল। আর তৃণমূল বলেন হর ঘর বোম।
সোমবার দেশে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিনই বাংলায় পর পর চারটি সভা করলেন মোদি। রাজ্যপাল থেকে সন্দেশখালির একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে ঝড় তুলে তৃণমূলকে আক্রমণ শানালেন সভা থেকে। বিজেপি সূত্রে খবর, রবিবার ব্যারাকপুর (Barrackpore) থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা। সকাল সাড়ে ১১টায়, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করলেন তিনি। দ্বিতীয় সভাটি করলেন চুঁচুড়ায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। পুরশুড়ায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগড়ের হয়ে প্রচার করলেন। নির্বাচনী প্রচারে হাওড়ার (Howrah) বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে জনসভা দিয়ে শেষ করলেন কর্মসূচি।
আরও পড়ুন: এশীয় বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র
আরও খবর দেখুন