আসানসোল: গ্রামে বিদ্যুৎ নেই। বিদ্যুৎহীন অবস্থায় নাজেহাল অবস্থা গ্রামবাসীদের। গরমে অন্ধকারেই তাদের দিন কাটে। সূর্য ডুবলেই অন্ধকার। পড়াশোনাও করতে পারে না গ্রামের বাচ্চারা। রাজ্য সরকারের কোন বিদ্যুৎ পৌঁছয়নি গ্রামে। বিদ্যুৎ সহ একাধিক সমস্যার সমাধানের দাবিতে বুথ কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। আগামী আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol Lok Sabha) চতুর্থ দফায় ভোটগ্রহণ। ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রেই পড়ল তালা। সরকারি কর্মীদের বুথে ঢুকতে বাধা দিল গ্রামবাসীরা।
আসানসোলের জামুড়িয়ার তপসী পঞ্চায়েতের অন্তর্গত জানবাজার আদিবাসী গ্রামের ঘটনা। আগামীকাল ভোট,তার আগে রবিবার বিকেল পর্যন্ত ভোট কর্মীরা ঢুকবে। কিন্তু তার আগে বুথে তালা লাগিয়ে দিয়েছে গ্রামবাসীরা। তাদের অভিযোগ বিগত ৩০ বছর ধরে তারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ নেই গ্রামে। রাজ্য সরকারের কোনও বিদ্যুৎ পৌঁছায়নি। ইসিএলের বিদ্যুৎ ছিল তাও দীর্ঘদিন ধরে একেবারে লো ভোল্টেজ। সরকারি আধিকারীদের বলেও আবেদন করে কোনও কাজ হয়নি। গরমে অন্ধকারে নাজেহাল অবস্থা গ্রামবাসীদের। তাই এবার ভোট গ্রহণের ঠিক আগে বুথে তালা ঝুলিয়ে দিল তারা।
আরও পড়ুন: চতুর্থ দফার চূড়ান্ত প্রস্তুতি রাঙামাটির জেলায়
তবে তারা ভোট বয়কট করবে না। গ্রামবাসীদের মন্তব্য, ভোট হোক নিয়ম মেনে কিন্তু সরকারি আধিকারিকরা একদিনের জন্য হলেও এই বিদ্যুৎ না থাকার কষ্টটা উপলব্ধি করুক। যেন তাদের বার্তা ওপর মহল পর্যন্ত পৌঁছয়। পোলিং অফিসাররা জানবাজার ওই বুথে বা স্কুলে গেলে পোলিং অফিসারদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাঁধে। স্কুলের ভেতরে পুলিশও ঢুকতে পারেনি। আপাতত তালা বন্ধ জানবাজার আদিবাসী গ্রামের বুথ। জামুরিয়া ব্লকের বিডিওকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সংবাদমাধ্যমকে কোনও উত্তর দেননি।
দেখুন ভোটের আরও খবর