বীরভূম: রাত পোহালেই আগামীকাল ১৩ মে চতুর্থ দফার লোকসভা নির্বাচন (Forth Phase Lok Sabha Election 2024)। এই দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই প্রতিটি লোকসভা কেন্দ্রেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের চূড়ান্ত প্রস্তুতির চিত্র ধরা পড়ল বোলপুর, বীরভূমে।
বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্র, বোলপুর ও বীরভূম। বোলপুর লোকসভা কেন্দ্রের (Bolpur Lok Sabha) ডিস্ট্রিবিউশন এবং রিসিভ সেন্টার হয়েছে বোলপুর কলেজে। রবিবার সকাল থেকেই নির্বাচনী উৎসবের এক প্রস্তুতি পর্বে ভোট কর্মীদের ভিড়ে ঠাসা কলেজ চত্বর। ভোট কর্মীরা তাদের ভোট মেশিনারী অর্থাৎ প্রতিটি বুথের জন্য ভিভিপ্যাট ও ইভিএম (EVMs and VVPAT) বুঝে নিতে ব্যস্ত। ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে দায়িত্ব বুঝে নিয়ে ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রওনা দিচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে।
আরও পড়ুন: শাহের প্রচারের তালিকায় নাম নেই দেবাশিস ধরের
বীরভূমের অপর একটি লোকসভা কেন্দ্র বীরভূম (Birbhum Lok Sabha)। বীরভূম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার হয়েছে সিউড়ির এলসি কলেজে। সেখানেও গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের চূড়ান্ত প্রস্তুতির ছবি চোখে পড়ল। কেন্দ্র বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা চারিদিকে। প্রচন্ড ব্যস্ত ভোট কর্মীরাও। তারা শেষ মুহূর্তে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিচ্ছে তাদের ভোট মেশিনারি। খুব স্বাভাবিকভাবেই সবমিলিয়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচনে একটা আনন্দের ছবি রাঙামাটির জেলায়।
আরও খবর দেখুন