লন্ডন: লন্ডনের মেয়র পদে টানা তিন বার জয় পেলেন সাদিক খান (৫৩)। তিনি টানা তিনবার এই পদে জয় পেলেন। যা রেকর্ড। লেবার পার্টির প্রার্থী সাদিক খান (Sadiq Khan) কনজারভেটিভ পার্টির প্রার্থী সোসান হলকে হারিয়েছেন। শনিবার বিকেলে ভোটের ফল প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে প্রথমবার মেয়র পদে বসেছিলেন সাদিক খান। মধ্য লন্ডনে ঢোকা বাণিজ্যিক ভ্যানের উপরে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সাদিক। যার বিরুদ্ধে কনজারভেটিভরা প্রচার করেছিলেন। কিন্তু, তাতে কিছু সমস্যা হয়নি।
উল্লেখ্য, ১৪টি নির্বাচনী এলাকার মধ্যে ৯টিতেই জিতেছেন সাদিক খান। এবারের নির্বাচনে মোট ভোট পড়ে ২৪ লাখ। গতবারের চেয়ে কিছুটা কম ভোট পড়ে। সাদিক সোসানকে ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। সাদিক খানের এই জয়ের মাধ্যমে লেবার পার্টি আরও শক্ত অবস্থানে এল।
আরও পড়ুন: স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়ায় ট্রেন থমকাল ৩০ মিনিট
আরও খবর দেখুন