লখনউ: মাত্র একদিনের ব্যবধানে ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শুক্রবার মুম্বইকে (MI) তাদের ঘরের মাঠে হারিয়ে দলের মনোবল তুঙ্গে। আজ লখনউ সুপার জায়ান্টসকে (LSG) তাদের ডেরায় হারাতে পারলে প্লে অফের আরও কাছে পৌঁছে যাবেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। এমনকী সাময়িকভাবে হলেও টেবিলের শীর্ষে উঠে পড়বে।
নজর থাকবে আজকের একাদশে। নির্বাসন কাটিয়ে দলে ফিরবেন হর্ষিত রানা। মুম্বই ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মণীশ পাণ্ডেকে (Manish Pandey) খেলানো হয়েছিল। ৩১ বলে ৪২ রানের অত্যন্ত মূল্যবান ইনিংস খেলেন তিনি। তাঁর আর ভেঙ্কটেশ আইয়ারের জুটির জন্যই ভদ্রস্থ স্কোর খাড়া করে কেকেআর। কিন্তু ভালো পারফরম্যান্স করেও কি মণীশ আজ সুযোগ পাবেন? মনে হয় না।
আরও পড়ুন: একমাত্র রোহিতকেই ভয় পেতেন অধিনায়ক গম্ভীর!
Russell Muscle
↳ 𝘢𝘥𝘫𝘦𝘤𝘵𝘪𝘷𝘦
↳ 𝗮 𝗴𝗿𝗲𝗮𝘁 𝗳𝗼𝗿𝗰𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 pic.twitter.com/WAqCqcC56A— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2024
আগের দিনের মতো ব্যাটিং বিপর্যয় হলে অবশ্যই মণীশ খেলবেন। তবে কেকেআরের শক্তিশালী ব্যাটিং লাইন আপ রোজ রোজ চাপে পড়ার কথা না। তবে অঙ্গকৃশ রঘুবংশীর ফর্ম নেই। আঙুলে চোট পাওয়া নীতীশ রানাকে (Nitish Rana) নেটে ব্যাট করতে দেখা গেলেও ম্যাচে থাকছেন না। কেকেআর ম্যানেজমেন্টের তরফে সেরকম আপডেটও পাওয়া যাচ্ছে না।
লখনউয়ের বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার তালিকা: অনুকূল রয়, চেতন সাকারিয়া, সাকিব হুসেন, মণীশ পাণ্ডে, সুযশ শর্মা।
দেখুন অন্য খবর: