কলকাতা: মেন্টর হিসেবে এসেই যেন দলটার ভোল পাল্টে দিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্লে অফে পৌঁছনোর দোরগোড়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)। অধিনায়ক হিসেবে এই শহরের ফ্র্যাঞ্চাইজিকে দুইবার চ্যাম্পিয়ন করেছেন। কত রথী মহারথী ব্যাটারদের সামলাতে হয়েছিল অধিনায়ক গম্ভীরকে। ক্রিস গেইল (Chris Gayle), এবি ডিভিলিয়ার্স (AB de Villiers), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), এম এস ধোনিদের (MS Dhoni) মতো ভয়ঙ্কর ব্যাটারদের থামাতে হয়েছিল। জানেন কি, এঁদের মধ্যে একজনকেই ভয় পেতেন গম্ভীর?
সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, অধিনায়ক থাকাকালীন তিনি সবথেকে ভয় পেতেন রোহিতকে। নাইটদের মেন্টর বলেন, “আমি ক্যাপ্টেন থাকাকালীন স্রেফ একজন খেলোয়াড় আমায় নিদ্রাহীন রাত দিয়েছে, সে রোহিত শর্মা। আইপিএলে একমাত্র ওকেই ভয় পেতাম। ক্রিস গেইল নয়, ডিভিলিয়ার্স নয়, আর কেউ নয়, শুধুমাত্র রোহিত শর্মা।”
আরও পড়ুন: বার্সার ভরাডুবি, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
গম্ভীর বলেন, “রোহিতের জন্য আমায় প্ল্যান এ, প্ল্যান বি এমনকী প্ল্যান সি পর্যন্ত বানাতে হত। অন্য কোনও ব্যাটারের জন্য প্ল্যান করতাম না। অন্য কারও ক্ষেত্রে আমার মনে হয়েছে প্ল্যান এ-ই যথেষ্ট। কিন্তু রোহিতের জন্য ম্যাচের আগের রাতে ভাবতাম, যদি এই প্ল্যান না খাটে তবে ওটা, ওটা কাজে না লাগলে সেটা। সুনীলকে (নারিন) যদি আগে আগে চার ওভার করিয়ে দিই তারপরেও রোহিত থেকে যায় তাহলে কী হবে। যে কারও ওভারে ৩০ রান তুলে দেবে।”
প্রসঙ্গত, ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই হারিয়েছিল কেকেআর। তার ১২ বছর পর তাঁর মেন্টরশিপে ফের মুম্বই দুর্গ জয় হল। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নাম রোহিত ১২ বলে ১১ রান করে সুনীল নারিনের (Sunil Narine) বলে আউট হয়ে ফিরেছেন। কেকেআর ওই ম্যাচ জেতে ২৪ রানে।
দেখুন অন্য খবর: