চেন্নাই: আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এবং রাজস্থান রয়্যালস (RR)। নামে কোয়ালিফায়ার টু হলেও সোজা কথায় এটা সেমিফাইনাল। যারা জিতবে তারা ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি। নাইট শিবিরও এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে, ১০ বছর পর তাদের আইপিএল (IPL 2024) ট্রফি জয়ের পথের কাঁটা কারা, তা আজই জেনে নেওয়া যাবে।
এই আইপিএলে প্রথম দুইয়ে থাকার অন্যতম দাবিদার ছিলেন সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। কিন্তু পরপর ম্যাচ হেরে এবং শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তিন নম্বরে শেষ করতে হয়। অন্যদিকে হায়দরাবাদ সেই সুযোগ সদ্ব্যবহার করে কোয়ালিফায়ার ওয়ানে ঢুকে পড়ে। তবে কেকেআরের কাছে দুরমুশ হয়ে কোয়ালিফায়ার টু খেলতেই হচ্ছে তাদের।
আরও পড়ুন: পন্টিংয়ের কথা মিথ্যে! কী বললেন বোর্ড সচিব?
অন্যদিকে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারিয়ে চনমনে রাজস্থান শিবির। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (Jos Buttler) চলে যাওয়ার ক্ষততে কিছুটা প্রলেপ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নেতা রভমান পাওয়েল (Rovman Powell)। চারটে ক্যাচ ধরার পাশাপাশি চাপের মুখে ৮ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। লকি ফার্গুসনকে ছয় মেরে ম্যাচ শেষ করেন তিনিই।
2️⃣ Teams. 1️⃣ Final Spot
🧡 🆚 🩷
Who stays 🤔 Who bids adieu 🤔
⏰ 7:30 PM IST
💻 https://t.co/4n69KTTxCB
📱 Official IPL App #TATAIPL | #SRHvRR | #Qualifier2 | #TheFinalCall pic.twitter.com/PB3MsRY2EC— IndianPremierLeague (@IPL) May 24, 2024
এই মরসুমে ঝড় তোলা হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা (Abhishek Sharm) দলের বড় ভরসা। কেকেআরের মিচেল স্টার্ক শূন্য রানে হেডের স্টাম্প ছিটকে দিয়েছিলেন। রাজস্থানের হাতেও রয়েছে ট্রেন্ট বোল্টের (Trent Boult) মতো উঁচুমানের বাঁ-হাতি পেসার। নতুন বলে সুইং করে তিনিও অজি ব্যাটারকে ফেরানোর চেষ্টা করবেন।
হেড কাঁটা তোলার জন্য স্যামসনের হাতে আরও একটি অস্ত্র রয়েছে— রবিচন্দ্রন অশ্বিন। বর্ষীয়ান ভারতীয় অফস্পিনার প্লে অফে সুযোগ পেয়েই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। চেন্নাইয়ের উইকেটে তাঁর এবং যুজবেন্দ্র চাহালের জুটি কামাল করতেই পারে। খেলা শুরু সন্ধে ৭.৩০টায়।
দেখুন অন্য খবর: