skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollরেমাল ঘূর্ণিঝড় নিয়ে জরুরি বৈঠক
Remal Cyclone

রেমাল ঘূর্ণিঝড় নিয়ে জরুরি বৈঠক

বিকেলে রেমাল নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক

Follow Us :

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। রেমাল নিয়ে জরুরি বৈঠক নবান্নতে (Nabanna)। বিকেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক। প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করার পরিকল্পনা। পরিকল্পনা নিয়েই আলোচনা হবে বৈঠকে। বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজ্যের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন মুখ্যসচিব। বেলা ৩ টে থেকে বৈঠক করবেন কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে।

উল্লেখ্য, সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal)। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সন্ধের পর ঘূর্ণিঝড়ের (Cyclone) ল্যান্ডফলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’ (Remal)। নাম দিয়েছে ওমান। আরবি ‘রেমাল’ শব্দের অর্থ বালি। রবিবার সন্ধের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও বাংলাদেশের খুলনা-বরিশাল এলাকায় মধ্যে কোথাও স্থলভাগে প্রবেশের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেই সময় গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুন: কলকাতায় শেষ মেট্রো রাত ১১টায়

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular